বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেকনো গত মাসে MWC 2024 এর মঞ্চে মিড-রেঞ্জ POVA 6 Pro স্মার্টফোন টেক মার্কেটে পেশ করেছিল। এই মোবাইলে 6,000mAh ব্যাটারি, 70W ফাস্ট চার্জিং এবং Dimensity 6080 চিপসেট রয়েছে। এবার কোম্পানি এই ফোনের বেস মডেল Tecno POVA 6 এর উপর কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ করা হতে পারে।
TECNO POVA 6 এর Google Play Console Listing ডিটেইলস : গুগল প্লে কনসোলে টেকনো পোভা 6 ফোনটি TECNO-LI7 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে MediaTek Helio G99 চিপসেট ব্যবহার করা হবে।
ফোনে দুটি 2.2GHz ক্লক স্পীডযুক্ত কর্টেক্স A76 কোর এবং 2.0GHz স্পীডের 6টি কর্টেক্স A55 কোর থাকতে পারে। গুগল প্লে কনসোল অনুযায়ী গ্রাফিক্সের জন্য TECNO POVA 6 ফোনে Mali G57 GPU যোগ করা হবে। লিস্টিং থেকে জানা গেছে এই আপকামিং টেকনো স্মার্টফোনটি Android 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে।
এই ফোনে 2436 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 480 PPI পাওয়া যাবে। TECNO POVA 6 ফোনটি এই লিস্টিঙে 8GB RAM সহ লিস্টেড করা হয়েছে। তবে কোম্পানি এই ফোনটির একাধিক ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।
Tecno Pova 6 Pro এর স্পেসিফিকেশন : স্ক্রিন: Tecno Pova 6 Pro-তে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশরেট, 2160Hz PWM রেট রয়েছে। ফোনটির স্ক্রিনের বেজল মাত্র 1.3 মিমি চওড়া। এটি একটি বাজেট ফোন হিসেবে আসতে চলেছে এবং এই দিক থেকে দেখলে এতে ইউজাররা দারুণ এক্সপেরিয়েন্স পেতে চলেছেন।
প্রসেসর: Tecno Pova 6 Pro-তে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালি-জি57 এমসি2 জিপিইউ দেওয়া হয়েছে।
ক্যামেরা: Tecno Pova 6 Pro-তে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 3x অপটিক্যাল জুম এবং 10x ডিজিটাল জুম সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সঙ্গে 2MP ডেপ্থ সেন্সর এবং একটি AI ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট লেন্স এবং ডুয়াল-টোন LED ফ্ল্যাশ রয়েছে। ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno ফোনটিতে 6000mAh ব্যাটারি রয়েছে। এটি দ্রুত চার্জ করার জন্য USB Type-C পোর্ট সহ 70W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।