বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Power Bank এর বিকল্প ভিভোর দুই স্মার্টফোন। স্মার্টফোনগুলোর সঙ্গে একটি ওটিজি রিভার্স চার্জিং কেব্ল যুক্ত করে Power Bank ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। শুধু তা-ই নয়, এই কেব্ল দিয়ে অন্য স্মার্টফোনও চার্জ করা যাবে। চার্জ করা যাবে স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইসের মতো গ্যাজেটও।
শক্তিশালী ব্যাটারি ও দ্রুত চার্জিং প্রযুক্তির দুটি স্মার্টফোন এনেছে ভিভো। ভিভো ওয়াই সিরিজের দুই স্মার্টফোনে Power Bank এর মতো চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোন দুটি হলো ভিভো ওয়াই২১ এবং ওয়াই১৫এস। এর মধ্যে ওয়াই১৫এস স্মার্টফোনটি চলতি মাসেই দেশের বাজারে এসেছে।
প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, স্মার্টফোনগুলোর সঙ্গে একটি ওটিজি রিভার্স চার্জিং কেব্ল যুক্ত করে Power Bank ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। শুধু তা-ই নয়, এই কেব্ল দিয়ে অন্য স্মার্টফোনও চার্জ করা যাবে। চার্জ করা যাবে স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইসের মতো গ্যাজেটও।
ভিভো ওয়াই১৫এস : স্মার্টফোনটির ব্যাটারি ৫০০০ এমএএইচ সক্ষমতার। একবারের সম্পূর্ণ চার্জে স্মার্টফোনটি প্রায় দেড় দিন ব্যবহার করা যায়। টানা ১৮ ঘণ্টা অনলাইন স্ট্রিমিং করা যাবে এবং অনলাইন গেমিং করা যাবে টানা ৭ ঘণ্টার ওপরে।
ভিভো ওয়াই১৫এস এ রয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি রম। রমটিকে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটির দাম ১২ হাজার ৯৯০ টাকা। পাওয়া যাচ্ছে ওয়েভ গ্রিন এবং মিসটিক ব্লু রঙে।
ভিভো ওয়াই২১ : দেশের বাজারে ভিভো ওয়াই২১ উন্মোচন করা হয় গত সেপ্টেম্বরে। Power Bank প্রযুক্তির কারণেই দেশে জনপ্রিয় হয়ে ওঠে ভিভো ওয়াই২১। এ ছাড়া ১৪ হাজার ৯৯০ টাকার এই বাজেট স্মার্টফোনে কিছু ফ্ল্যাগশিপ ফিচার যুক্ত করেছে ভিভো; যা সাড়া ফেলেছিল ভিভো গ্রাহকদের মধ্যে।
স্মার্টফোনটিতে রয়েছে ভিভো এনার্জি গার্ডিয়ান (ভি-ই-জি) প্রযুক্তি। এটি এমন একটি অ্যালগরিদম, যা স্মার্টফোন চার্জ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবেই চার্জ নেয়া বন্ধ করে দেয়। মাল্টি টারবো ফিচারের কারণে ভিভো ওয়াই২১ দিয়ে টানা ১০ ঘণ্টা গেম খেলা যাবে, আর ভিডিও দেখা যাবে টানা সাড়ে ১৫ ঘণ্টা।
ভিভো ওয়াই২১-এ রয়েছে এক্সটেন্ডেড র্যাম ২.০ প্রযুক্তি। এর র্যাম ৪ জিবি এবং রম ৬৪ জিবি। ৪ জিবি র্যামকে ভার্চুয়ালি ১ টেরাবাইট পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। ভিভো ওয়াই২১ পাওয়া যাচ্ছে ডায়ামন্ড গ্লো ও মেটালিক ব্লু রঙে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।