বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : দ্রুত বর্ধনশীল স্মার্টফোনের (Smartphone) যুগে কিছুটা পিছিয়ে পড়েছে নোকিয়া (Nokia)। তবে নোকিয়া আবার ফিরে আসছে বাজারে এবং গত কয়েক মাসে কোম্পানি অনেকগুলি স্মার্টফোন লঞ্চ করেছে। যদি নোকিয়ার ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। বাজারে নতুন ফোন এনেছে নোকিয়া।
Nokia G42 5G স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে নোকিয়া। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে নোকিয়া জি৪২ ৫জি বাজারে লঞ্চ করা হয়েছে। এখন এই স্মার্টফোনে ভার্চুয়ালি ২ জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে। আগামী ৮ মার্চ থেকে এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে। আপনি যদি নোকিয়া G42 5G এর একটি নতুন ভেরিয়েন্ট কিনতে চান তবে এর জন্য 9,999 টাকা খরচ করতে হবে।
যদি বাজেট সেগমেন্টে একটি নতুন স্মার্টফোনের সন্ধানে থাকেন তবে নোকিয়া G42 5G আপনার জন্য সেরা স্মার্টফোন হয়ে উঠতে পারে। এই স্মার্টফোনে নোকিয়া দিয়েছে ৬.৫৬ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। স্মুথ পারফরম্যান্সের জন্য এটি 90Hz রিফ্রেশ রেট অফার করছে কোম্পানি। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষাও রয়েছে।
Nokia G42 5G -তে আপনি দৈনন্দিন কাজের সঙ্গে সাধারণ গেমিংও খেলতে পারবেন। এর মধ্যে কোম্পানি অক্টা কোর স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস ৫জি প্রসেসর দিয়েছে। আউট অফ দ্য বক্স এই স্মার্টফোনটি Android 13- তে চলে। এই ফোনে আপনি ২ বছরের ওএস আপডেট এবং ৩ বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবেন।
আপনি যদি স্মার্টফোন থেকে ফটোগ্রাফি করার কথা ভাবেন তাহলেও এই ফোনটি ভালো অপশন। এই ফোনের পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটি 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি 5000mAh-এর দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।