বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ আনল প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। সোমবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটি আরও জানায়, নতুন প্রজন্মের সফটওয়্যারও আনছে তারা। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন মডেলের জন্য এই চিপ ও সফটওয়্যার বিশেষভাবে বানানো হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। তারা দাবি করছে, এটিই সবচেয়ে শক্তিশালী চিপ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি বলছে, ক্যালিফোর্নিয়ার শহর স্যান হোসেতে এনভিডিয়ার ডেভেলপারদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে এসব ঘোষণা আসে। বিভিন্ন এআই ভিত্তিক প্রতিষ্ঠানে চিপ সরবরাহ করার বাজার ধরতেই নতুন এই ঘোষণা দিয়ে নিজেদের এগিয়ে রাখল প্রতিষ্ঠানটি।
নতুন প্রজন্মের এই এআই গ্রাফিক্স প্রসেসরের নাম ব্ল্যাকওয়েল। এই সিরিজের প্রথম চিপ জিবি২০০। এটি এ বছরের শেষদিকে বাজারে আসবে বলে জানানো হয়। এনভিডিয়া বলছে, চিপ মার্কেটের সবচেয়ে শক্তিশালী হবে এই জিবি২০০। আগের চিপগুলোর চেয়ে ৩০ গুণ দ্রুতগতির হবে এটি।
বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো বর্তমান প্রজন্মের হুপার এইচ১০০এস এবং এ জাতীয় চিপ ব্যবহার করছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং সোমবার বলেন, ‘হুপার তো দারুণ। কিন্তু আমাদের আরও বড় জিপিইউ লাগবে। ব্ল্যাকওয়েল কেবল একটি চিপ নয়, এটি একটি প্ল্যাটফর্ম।’
এছাড়া এনভিডিয়া যে সফটওয়্যার আনছে, তার নাম এনআইএম। এর মাধ্যমে এআইয়ের কাজ করা যাবে আরও সহজে। এনভিডিয়া বলছে, এখন থেকে তারা চিপ সরবরাহ করার চেয়ে প্ল্যাটফর্ম সরবরাহ বেশি করবে। এর মানে, তারা এখন সফটওয়্যারের দিকে ঝুঁকবে। মাইক্রোসফট ও অ্যাপল এমনটাই করছে।
এ মুহুর্তে আমেরিকার সবচেয়ে দামি কোম্পানির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এনভিডিয়া। তাদের চেয়ে এগিয়ে কেবল মাইক্রোসফট ও অ্যাপল।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। এরা মূলত গ্রাফিক্স প্রসেসিংয়ের কাজ করা কম্পিউটার চিপ তৈরি করার জন্য পরিচিতি পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।