বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিগত ১-২ বছর ধরে ভারতীয় বাজারে চাহিদা বেড়েছে ইলেকট্রিক গাড়ির, পেট্রোল ডিজেল পরিচালিত গাড়ি বাইক ছেড়ে ইলেকট্রিক গাড়ির দিকে ঝুকছেন সাধারণ মানুষ। আর এই কারণেই দেশের বাজারে একের পর এক গাড়ি লঞ্চ করে চলেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। এমনই একটি দেশীয় স্টার্ট আপ সংস্থা ওবেন ইলেকট্রিক (Oben Electric), যারা গত বছরই ভারতে মার্চে লঞ্চ করেছিল তাদের প্রথম বাইক Rorr.
লঞ্চের পরপরই নেওয়া হচ্ছিল pre-booking. কিন্তু ১৬ মাস কেটে গেলেও কোন খবর পাওয়া যাচ্ছিল না তবে এবার সামনে এলো দারুন খবর। সম্প্রতি সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে আগামী মাসে জুলাই থেকেই শুরু হবে বাইকের ডেলিভারি। জানা যাচ্ছে বেঙ্গালুরুতে ওবেন তাদের প্রথম আউটলেট থেকে গ্রাহকদের হাতে তুলে দেবেন নতুন ইলেকট্রিক বাইকের চাবি।
বাইকের দাম-প্রতিপক্ষ- সাবসিডি ধরে “ওবেন রর” বাইকের এক্স শোরুম প্রাইস ধার্য করা হয়েছে ১.৫০ লক্ষ টাকা। মনে করা হচ্ছে এই বাইক প্রতিযোগিতায় ফেলবে hop oxo, Revolt RV400 সহ আরো অনেক ইলেকট্রিক বাইককে।
স্পেসিফিকেশন ও ফিচারস- গাড়িটিতে দেওয়া হয়েছে 10 কিলোওয়াট আওয়ার পিএমএস মোটর যা থেকে সর্বোচ্চ ১৩. ৪ বিএইচপি ক্ষমতা উৎপন্ন হয়। মাত্র তিন সেকেন্ডের মধ্যে ০ থেকে ৪০ কিমি/ ঘন্টা গতিবেগ অর্জন করার ক্ষমতা রয়েছে এতে। তবে সব থেকে আকর্ষণীয় এর চার্জিং টাইম। এই দুই চাকার গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র দু ঘন্টা। ৪.৪ কিলোওয়াট আওয়ারের শক্তিশালী ব্যাটারীটি হোম চার্জারের সাহায্যে মাত্র দু’ঘণ্টায় পুরোপুরি চার্জ হতে সক্ষম। কোম্পানির দাবি সম্পূর্ণ চার্জে বাইকটি ১৮৭ কিমি পথ পাড়ি দিতে সক্ষম।
Oben Rorr এর ফিচারস এর কথা বললে এতে দেওয়া হয়েছে সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক, পিছনে মনোশক সাসপেনশন, উভয় চাকায় ডিস্ক ব্রেক, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।