প্রয়োজনে ২য় অভ্যুত্থান : সারজিস আলম

Sarjis

জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে, তবুও গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে দিবো না।

Sarjis

মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এমনই একটি স্ট্যাটাস দেন সারজিস। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে দিবো না। প্রয়োজনে ২য় অভ্যুত্থান হবে।’

ইতোমধ্যে ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়ার পক্ষে ইতিবাচক মনোভাব পোষণ করে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল।

সোমবার (১৮ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু’কে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি এবং বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বলেছে, সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাই তারা ইতোমধ্যেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না।’

দুর্বল ব্যাংকের বিষয়ে যে সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা

সুতরাং ধারণা করা যায়, এসব আলোচনার প্রেক্ষিতেই সারজিস আলম ওই পোস্ট দেন সামাজিক মাধ্যমে। এতে অনেকেই সমর্থনসূচক কমেন্টস করেন। ইব্রাহিম কাওসার নামের একজন কমেন্টে লেখেন, ‘আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ নিলে ইতিহাস তাদের গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।’