লুঙ্গি পরে হাজির প্রভাস, প্রকাশ্যে ‘দ্য রাজা সাব’র ফার্স্ট লুক

লুঙ্গি পরে হাজির প্রভাস

বিনোদন ডেস্ক : ‘সালার’ ঝড়ের পর এবার নতুন সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন দক্ষিণী তারকা প্রভাস। প্রকাশ্যে এল ফার্স্ট লুক। নতুন লুকে সোশ্যালে ঝড় তুলেছেন অভিনেতা।

লুঙ্গি পরে হাজির প্রভাস

‘দ্য রাজা সাব’-এর ফার্স্টলুক পোস্টার শেয়ার করে ক্যাপশনে প্রভাস লিখেছেন, ‘উৎসবের মৌসুমে দ্য রাজা সাব-এর ফার্স্ট লুক প্রকাশ করলাম। আপনাদের সুখ কামনা করছি।’ পোস্টারে প্রভাসকে দেখা গেছে কালো শার্ট ও প্রিন্টেড লুঙ্গিতে। রোমান্টিক-হরর ঘরানার এই সিনেমাটি তামিল, কন্নড়, মালয়ালম, তেলেগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে। পরিচালনা করছেন মারুথি দসরি।

নির্মাতা বলেন, ‘আমার এখন পর্যন্ত সবচেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষার প্রজেক্ট এটি। প্রভাসের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সম্মানের এবং আনন্দের। দর্শকদের দারুণ ভূতুড়ে অভিজ্ঞতা হবে। দর্শক মুগ্ধ হবে স্ক্রিনে প্রভাসকে দেখে।’

সিনেমার মিউজিকের দায়িত্বে আছেন জাতীয় পুরস্কার জয়ী সুরকার থামান এস। তিনি কিক, অস্থি, বৃন্দাভনম, দুকুদু সহ একাধিক সিনেমার জনপ্রিয় গানের সুরকার।

সূত্র: এনডিটিভি