হ্যাকারের কবলে প্রভাসের অফিসিয়াল ফেসবুক!

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে আচমকাই এক বিড়ম্বনায় পড়েন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। এদিন অভিনেতার অফিসিয়াল ফেসবুক পেজের ওয়ালে দুইটি ভিডিও দেখা যায়। যার একটির শিরোনাম ছিল ‘আনলাকি হিউম্যান’ এবং অন্যটির ‘বল ফেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’!

দু’টি ভিডিওই বিদেশী খেলা সম্পর্কিত কৌতুক ভিডিও। যার কোনটির সঙ্গেই যোগ নেই প্রভাসের। কিন্তু কেন এমন ভিডিও পোস্ট করলেন প্রভাস? নাকি হ্যাক হয়ে গিয়েছে তার ফেসবুক পেইজ? সেই নিয়েই আশঙ্কায় ছিলেন তার অনুরাগীরা।

শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হলো। মধ্যরাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতা জানান, তার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। যা তার টিম ঠিক করার চেষ্টা করছে। যদিও তার কিছু সময় পরেই তার অফিসিয়াল পেজটি সংরক্ষণ করা সম্ভব হয়। তার সমাজমাধ্যমের পাতায় অনুরাগীর সংখ্যা প্রায় ২৪ লাখ।

বিগত বেশ কিছু সময় ধরে ক্যারিয়ার সঙ্গ দিচ্ছে না প্রভাসকে। তার অভিনীত একের পর এক ছবি হচ্ছে ফ্লপ। এর মধ্যে রয়েছে তার অভিনীত সাম্প্রতিক মুক্তি ‘আদিপুরুষ’। ছবিতে তার সঙ্গে দেখা হয়েছিল কৃতি শ্যাননকে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও যেভাবে রামায়ণের আধুনিকীকরণ হয়েছিল, তা দেখে ধিক্কার করেছিল সিনেপ্রেমীরা। প্রভাসের অভিনয়ও একেবারেইও মনে ধরেনি নেটিজেনদের।

এদিকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রভাসের আগামী ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র লুক। ওই ফার্স্টলুকও দর্শকদের খুব একটা পছন্দের হয়নি। তাদের একটাই অনুরোধ, “ভিএফএক্সের কেরামতি দেখাতে গিয়ে দয়া করে আর একটা কার্টুন বানিয়ে ফেলবেন না”। ওই ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। মুক্তির পর ছবিটি দর্শকের কেমন লাগে, এখন সেটাই দেখার বিষয়।

সূত্র: হিন্দুস্থান টাইমস

বোরকা পরে সিনেমা হলে চিত্রনায়িকা মৌসুমী