প্রাচীন সভ্যতা, ঐতিহ্য নিয়ে কাফেলা অনুষ্ঠান ‘আরাবী মুসাফির’

কাফেলা অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ সভ্যতার নাম মিসরিয় সভ্যতা এবং ইসলামি সভ্যতার দেশ সৌদি আরবের ঐতিহাসিক স্থান, স্থাপনা, পর্যটন ও ইসলামিক নিদর্শন নিয়ে তৈরি হয়েছে কাফেলা অনুষ্ঠান ‘আরাবী মুসাফির’।

কাফেলা অনুষ্ঠান

রমজান উপলক্ষ্যে শাহ মোল্লা লালন পরিচালনায় অনুষ্ঠানটি প্রতিদিন বিকাল ৫টা ৫৫ মিনিটে নিয়মিত প্রচার হচ্ছে দেশ টিভিতে। ইতোমধ্যে শো’টি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।

অনুষ্ঠানটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক লালন বলেন, ভ্রমণের মধ্য দিয়ে দর্শকদের সামনে মিসর ও সৌদি আরবের মুসলমানদের নানা ঐতিহাসিক স্থান ও সংস্কৃতির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি।

অনুষ্ঠান নির্মাণের আগেই তথ্য সংগ্রহ করে মিসর ও সৌদি আরবে ঐতিহাসিক স্থানগুলোতে আমরা হাজির হয়েছি। তুলে আনার চেষ্টা করেছি মুসলমানদের ইতিহাস-ঐতিহ্য এবং অতীত। সঙ্গে বর্তমানকেও তুলে ধরছি। এতে আমরা স্থানীয় মানুষদের মন্তব্য নিয়ে সম্পৃক্ত করেছি। যাতে আসল ইতিহাস প্রকাশ পাওয়া যায়।

সাহসী দৃশ্যে পবন ও মোনালিসা ঝড় তুললো নেট দুনিয়ায়, ভাইরাল ভিডিও

মিসর ও সৌদি আরব ঘুরে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সকলের সুপরিচিত আলতামাস মাহমুদ রিফাত এবং পরিচালনা করেছেন শাহ মোল্লা লালন।