আজকের আধুনিক যুগে আমরা ভাবি প্রযুক্তির উন্নতি আমাদের সভ্যতাকে অনেক দূরে নিয়ে গেছে। তবে ইতিহাস ও গবেষণা প্রমাণ করে, প্রায় ২০০০ বছর আগে এমন কিছু প্রযুক্তি ছিল যা আজকের বিজ্ঞানীদেরও অবাক করে দেয়। কম্পিউটার বা ব্যাটারির কথা তখন কল্পনাতেও আসেনি, কিন্তু প্রাচীন কিছু আবিষ্কার আজও প্রযুক্তি জগতকে চমকে দেয়।
গিজার পিরামিড নির্মাণ প্রযুক্তি
মিশরের গিজার পিরামিড নির্মাণ প্রযুক্তি মানব সভ্যতার এক বিস্ময়। প্রায় ৪৫০০ বছর আগে নির্মিত এই বিশাল স্থাপনায় ব্যবহৃত হয়েছিল প্রায় ২৩ লাখ পাথরের ব্লক, প্রতিটির ওজন প্রায় আড়াই হাজার কেজি। এত ভারী পাথর নিখুঁতভাবে কেটে উপরে তোলার রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। ধারণা করা হয়, কোনো বিশেষ প্রযুক্তি বা জ্যামিতিক দক্ষতার মাধ্যমে এই কাজ সম্পন্ন হয়েছিল।
অ্যান্টিকিথেরা যন্ত্র—পৃথিবীর প্রথম কম্পিউটার
প্রাচীন বিশ্বের অন্যতম অবিশ্বাস্য আবিষ্কার গ্রিসের উপকূলে পাওয়া ‘অ্যান্টিকিথেরা যন্ত্র’, যা অনেকের মতে পৃথিবীর প্রথম কম্পিউটার। ১৯০১ সালে উদ্ধার হওয়া এই ২০০০ বছরের পুরনো যন্ত্রটি সূর্য, চাঁদ ও গ্রহের গতিপথ নির্ণয়ের কাজে ব্যবহৃত হতো। আধুনিক এক্সরে বিশ্লেষণে দেখা গেছে, এর গিয়ার সিস্টেম ছিল অত্যন্ত জটিল, যা ১৮শ শতকের আগে আর কোথাও দেখা যায়নি।
বাগদাদের প্রাচীন ব্যাটারি
১৯৩৮ সালে ইরাকে পাওয়া এক মাটির পাত্র, যার ভেতরে তামা ও লোহা ছিল, বিজ্ঞানীদের ধারণা দেয় এটি এক প্রাচীন ব্যাটারি হতে পারে। ধারণা করা হয়, এটি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হত। যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে, তবুও এর গঠন আধুনিক ব্যাটারির সঙ্গে মিল থাকায় এটি আজও গবেষণার বিষয়।
রোমানদের দীর্ঘস্থায়ী কংক্রিট
রোমানদের তৈরি কংক্রিট ২০০০ বছর পরেও অটুট রয়েছে, যেখানে আধুনিক কংক্রিট কয়েক দশকেই ক্ষয়প্রাপ্ত হয়। গবেষণায় দেখা গেছে, তারা ভলকানিক অ্যাশ ও সমুদ্রের পানির রাসায়নিক বিক্রিয়ায় দীর্ঘস্থায়ী কংক্রিট তৈরি করত, যা আধুনিক বিজ্ঞানীরা এখনও পুরোপুরি অনুকরণ করতে পারেননি।
প্রাচীন ভারতের চিকিৎসা প্রযুক্তি
খ্রিষ্টপূর্ব ৬০০ সালে ভারতীয় চিকিৎসক সুশ্রুত ‘সুশ্রুত সংহিতা’ গ্রন্থে নাক ও চোখের অস্ত্রপ্রচার পদ্ধতির বিস্তারিত বর্ণনা দেন। আধুনিক প্লাস্টিক সার্জারির অনেক ভিত্তি এখান থেকেই এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, আয়ুর্বেদিক চিকিৎসা এখনও বিশ্বের বহু দেশে জনপ্রিয়।
এসব প্রাচীন প্রযুক্তি প্রমাণ করে যে, মানব সভ্যতা শুরু থেকেই অসাধারণ চিন্তাশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা নিয়ে এগিয়ে এসেছে। আজকের প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, এই প্রাচীন রহস্যগুলো এখনও বিজ্ঞানীদের কাছে এক অনুপ্রেরণা হয়ে আছে।
ট্যাগসমূহ: প্রাচীন প্রযুক্তি, অ্যান্টিকিথেরা যন্ত্র, প্রাচীন কম্পিউটার, বাগদাদের ব্যাটারি, রোমান কংক্রিট, গিজার পিরামিড, প্রাচীন ভারতের চিকিৎসা, প্রযুক্তির ইতিহাস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।