স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিং করার সময় ইনিংসের নবম বলে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও ওপেনার টেম্বা বাভুমা। তাৎক্ষনিক মাঠ ছাড়লেও বাভুমা ওই ইনজুরি নিয়ে চতুর্থ ওভারে মাঠে ফিরে প্রায় পুরো ম্যাচ ফিল্ডিং করেন। এরপর ব্যাট হাতে ইনিংসও ওপেন করেন তিনি।
সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরও ঝুঁকি নিয়ে আফগানদের বিপক্ষে খেলেছিলেন বাভুমা। যে কারণে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ মিস করবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিল। বাভুমাও ম্যাচ শেষে বলেছিলেন, ইনজুরির অবস্থা কী তিনি তা জানেন না।
তবে ওই ইনজুরি যে গুরুতর নয় তা সোমবার পরিষ্কার হওয়া গেছে। এদিন কলকাতার ইডেন গার্ডেন্সে অনুশীলন করতে নেমেছিলেন ৩৩ বছর বয়সী ওপেনার বাভুমা। যেখানে পূর্ণ অনুশীলন করেছেন তিনি। অনুশীলন চলাকালীন কোন ব্যথা বা অস্বস্তি অনুভব হয়নি তার।
বৃহস্পতিবার আফগানদের বিপক্ষে ইনজুরিতে পড়েন বাভুমা। শুক্রবার রেস্ট নেন তিনি। ভালো উন্নতি করায় শনিবার স্ক্যান করানোর কথা থাকলেও তা টিম ম্যানেজমেন্ট করায়নি। স্ক্যান না করার কারণ উল্লেখ করা হয়নি। তবে কোন ব্যথা বা অস্বস্তি না থাকায় বাভুমা পায়ের মাংসপেশির স্ক্যান করাননি বলে মনে করা হচ্ছে।
সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার বাভুমা নেটে প্রায় ২০ মিনিট মতো ব্যাটিং অনুশীলন করেছেন। সেখানে কোন অস্বস্তি হয়নি তার, পুরোপুরি হৃদমে ব্যাট চালাতে পেরেছেন। তবে এদিন উইকেটে রানিং অনুশীলন করেনন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।