প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

Sarkar

জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এর কাছে সুপারিশমালা তুলে দিন কমিশনের সদস্যরা। 

Sarkar

গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনসহ আরও পাঁচটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য তুলে ধরেন। এ সময় তারা প্রতিবেদনটি প্রকাশ করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

বুধবার (ফেব্রুয়ারি ১৯) স্থানীয় সরকার সংস্কার কমিশনের অধ্যাপক তোফায়েল আহমেদ প্রধান উপদেষ্টার কাছে এ সুপারিশমালা হস্তান্তর করেন।

সঞ্চয়পত্র ভাঙার রেকর্ড!

ইতোমধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।