প্রায় ২ কিলোমিটার লম্বা ট্রেন ছুটলো ১০০ বগি নিয়ে

ট্রেন চালিয়ে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের একটি রেল কোম্পানি দীর্ঘ যাত্রীবাহিনী ট্রেন চালিয়ে নতুন রেকর্ড গড়েছে।

ট্রেন চালিয়ে রেকর্ড

এই যাত্রী বাহিনী ট্রেনে ছিল ১০০ বগি। লম্বায় যোটি ১.৯ কিলোমিটার বা ১.২ মাইল। আলপ্স পর্বতমালার ওপর দিয়ে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এই ট্রেন।

সুইজাল্যান্ডের প্রকৌশলখাতের অর্জনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। আর এই আয়োজন করা হয় সুইস রেলওয়ের ১৭৫ বছর পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে।

কানের ময়লা পরিষ্কার করার সঠিক উপায়, যা অনেকেই জানেন না

এই ট্রেনে ছিল সাড়ে ৪ হাজার সিট আর ৭ চালক।

সূত্র: বিবিসি