আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কেরমানশাহ প্রদেশের দেজগাহ গ্রামের বাসিন্দা আমো হাজি নামক এক ব্যক্তি ৬৭ বছর ধরে গোসল করেননি বলে জানায় তেহরান টাইমস।
তেহরান টাইমসের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, ৮৭ বছর বয়সী আমো হাজি ৭ দশক ধরে গোসল করার জন্য গায়ে পানি ঢালেন নি।
কেন সবার মতো গোসল করেন না এমন প্রশ্নের জবাবে আমো হাজি বলেন, পানি দেখলে ভয় লাগে, শরীরে পানি লাগলে অসুস্থ হয়ে পড়বেন এমন ধারণা তার। এতদিন নিজেকে গোসল থেকে দূরে রাখার কারণেই বেচেঁ আছেন বলে দাবি আমোর।
আমো ইরানের মরভূমিতে করা গর্তে একা বাস করেন কিন্তু তিনি একা থাকতে চান না।
আমোর খাদ্য তালিকায় রয়েছে পচনশীল সজারু মাংস।
গোঁফদাড়ি বড় হলে নাপিতের কাছেও যান না বৃদ্ধ আমো। বরং আগুন জ্বালিয়ে তাতে মুখটা এগিয়ে দেন। সেই আগুন দিয়েই গোঁফদাড়ি ‘ট্রিম’ হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।