বছর দেড়েক আগে সম্পর্ক ছিন্ন হওয়ার কথা জানিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেই সময় জানিয়েছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তাদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটেছে। এরপর দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। মাহিও বেশ কিছু মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রাকিবের বর্তমান অবস্থান নিয়েও জানা যায়নি কিছু।
তবে হঠাৎ করেই নতুন করে আলোচনায় উঠে এলেন এই জুটি। সোমবার (১৩ অক্টোবর) রাতে ফেসবুকে মাহি দুটি ছবি পোস্ট করেন স্বামী রাকিব সরকার ও সন্তানসহ। ছবির ক্যাপশনে মাহি লেখেন, ‘মাশআল্লাহ’, সঙ্গে ভালোবাসার ইমোজি।
আশ্চর্যজনকভাবে, এর ঠিক এক ঘণ্টা আগেই একই ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন রাকিব সরকারও। দুজনের কাছাকাছি সময় একই ছবি পোস্ট করায় শুরু হয়েছে জল্পনা- তবে কি ফের এক হচ্ছেন রাকিব–মাহি?
ঘনিষ্ঠ সূত্র বলছে, মাহি ও রাকিবের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কিছুদিনের জন্য তৈরি হয়েছিল মাত্র। অনেকেই ধারণা করছেন, তারা পুরোপুরি আলাদা হননি কখনোই, বরং দূরত্ব ছিল সাময়িক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক’, কেউবা তাদের সন্তানসহ ছবিতে ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।
তবে এই বিষয়ে এখন পর্যন্ত মাহি বা রাকিব- কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।