বিনোদন ডেস্ক : ঋত্বিক রোশনের সাথে পরকীয়া সম্পর্কের পর থেকেই কঙ্গনা যেন খানিক একরোখা আচরণ শুরু করেন। ঋত্বিকের প্রত্যাখ্যান নাকি প্রতারণা সে বিষয়েও সুস্পষ্ট প্রমাণ মেলেনি। কিন্তু ঋত্বিকের সংসার ভেঙে গেছে।
এদিকে, এরপর থেকে একের পর এক মি-টু, নেপটিজম নিয়ে কড়া কড়া সব মন্তব্য করে চলেছেন তিনি। সাধারণত নিজের বিতর্কিত মন্তব্যের জন্য খবরে থাকেন তিনি।
তবে এবারে প্রেমের খবরে যেন সেই স্বভাবে বাত্যয় ঘটছে। ‘ঠোঁটকাটা’ বলেও তার নামডাক আছে বলিপাড়ায়। তিনি বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত। ভালোবাসা দিবসের আগে সেই ‘ঠোঁটকাটা’ তারকার গলায় নরম সুর। সমাজমাধ্যমের পাতায় প্রেমের বার্তা। তবে কি প্রেমে পড়েছেন কঙ্গনা?
ভালোবাসা দিবসের মাত্র এক দিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্গুরুর একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। ওই ভিডিওতে আধ্যাত্মিক আঙ্গিকে প্রেমের বিষয়ে কথা বলেছেন সদ্গুরু। তাকে বলতে শোনা যায়, ‘প্রেম অত্যন্ত নিঃস্বার্থভাবে কাউকে চাওয়ার অন্য নাম। নিজের আমিত্ব হারিয়ে অন্য এক মানুষের মাধ্যমে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার নামই প্রেম।’
সেই ভিডিও নিজের সোস্যাল প্লাটফর্মে পোস্ট করে প্রেমময় একটি লেখা লেখেন কঙ্গনা। আর তাতেই হতবাক অনেকেই। কারণ এই কঙ্গনাকে অনেকেই চেনেন না। সবার ধারণা নতুন করে প্রেমে পড়লেন তিনি?
এর কিছুদিন আগে কিয়ারা-সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে দারুণ এটা লেখা লেখেন। ভীষণরকম পুরুষবিদ্বেষী বলা হতো তাকে। কিন্তু নতুন জীবনসঙ্গীর খোঁজ বা প্রেমিকের নাম জানতে চাইলে তিনি হেয়ালি করেই বলেন, ‘অন্তত প্রাক্তনের মতো প্রতারক হবে না সে!’ এই কথাটা বলে কি ঋত্ত্বিককে আবার নতুন কোন বার্তা দিলেন জানা গেলো না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।