প্রেম একদিনে চার, পাঁচটাও হতে পারে : রাফসান সাবাব

রাফসান সাবাব

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘোষণা করেছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। এমন ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা।

রাফসান সাবাব

এরইমধ্যে রাফসানের টকশো-এর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। ওই শোতে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও গায়িকা জেফারক। সেখানে রাফসান জেফারকে প্রশ্ন করেন, জেফার তুমি কয়টা প্রেম করেছ। এই প্রশ্নে জেফার বলেন, দুইটা।

তবে প্রেম বিষয়ে রাফসান বলেন, প্রেমতো একদিনে চার, পাঁচটাও হতে পারে। এ কথা শুনে, জেফার আকাশ থেকে পড়ে। কী বলছে সে? কিন্তু রাফসান বোঝাতে চায়, প্রেম যেকোন সময় হতে পারে কিন্তু ভালোবাসা কিংবা বিয়ে হতে অনেকগুলো ফ্যাক্টর থাকতে হয়।

চঞ্চল চৌধুরী সেই অনুষ্ঠানে তাদের আলোচনার বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘চোখে চোখে কিংবা মনে মনে অনেক সম্পর্ক থাকতে পারে। তবে সম্পর্কে দায়িত্ববোধ থাকতে হবে। তাই সম্পর্কের জায়গায় একজনের সঙ্গে থাকাটাই ভালো। তাহলে সেটি হেলদি হয়।’

নীল সিনেমায় অভিনয় করতে হলে যে বিশেষ ধরনের দক্ষতা থাকতে হয়, জানালেন সানি

ব্যক্তিগত জীবনে রাফসান সাবাব বেশ আয়োজন করেই চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন। তবে তিন বছরের মাথায়ই ভাঙন ধরে এ দম্পতির।