বিনোদন ডেস্ক : শনিবার সকাল থেকেই চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেমের গুঞ্জন চাউর হয়। বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটলেও এবার মুখ খুলেন এই নায়িকা।
শুক্রবার দিবাগত রাতে তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই আলোচনার সূত্রপাত। যেখানে দাবি করা হয়, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শবনম বুবলী ও কৌশিক হোসেন তাপস।
তবে কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটি মুছে ফেলা হয়। এরপর শনিবার দুপুরে আরেকটি স্ট্যাটাসে মুন্নী জানান, তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।
বিষয়টি নিয়ে বুবলী বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে সকালে একটা ফেসবুক পোস্টের বিষয়ে জানতে পারলাম। এ নিয়ে কথা বলতে রুচিতে বাঁধছে। শুনেছি ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছিল। হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে।’
বাড়ির ছাদে লাল শাড়িতে উদ্দাম ড্যান্স সুন্দরীর, ভাইরাল ভিডিও
এই নায়িকা আরও বলেন, কিছুদিন ধরে একটি গ্রুপ ব্যক্তিগতভাবে তার প্রতিটি কাজের বিষয়ে নানাভাবে নোংরামি শুরু করেছে। এখন আমি টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, তখনই এরা পরিবেশ কীভাবে নোংরা করবে সেই পাঁয়তারা করছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel