প্রেমের গুঞ্জন সত্যি হতে চলেছে শাকিরার

শাকিরা

বিনোদন ডেস্ক : স্প্যানিশ পপ তারকা শাকিরা নতুন সম্পর্কে জড়িয়েছেন। এবার তারই প্রমাণ মিলল মিয়ামি উপকূলে। সম্প্রতি সেখানেই সমুদ্র ভ্রমণে ব্যস্ত সময় পার করছেন শাকিরা। সঙ্গে চর্চিত প্রেমিক ব্রিটিশ রেস তারকা লুইস হ্যামিল্টন।

শাকিরা

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল শাকিরার জীবনে এসেছে নতুন প্রেম। তবে সে বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ এত দিন মেলেনি। এবার সেই গুঞ্জনেরই ডালপালা ছড়িয়েছে মিয়ামি উপকূলে।

সেখানেই প্রেমিক লুইসকে সঙ্গে নিয়ে সমুদ্রে নৌকাভ্রমণে অবকাশযাপন করছেন গায়িকা। সে মুহূর্তের বেশ কিছু ছবি পাপ্পারাজিরা ক্যামেরাবন্দি করেছেন, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।

ডেইলি মেইলের বরাতে জানা যায়, দুই লাখ ৩০ হাজার ডলার খরচ করে প্রেমিকা শাকিরাকে স্পিড বোটে করে সমুদ্রভ্রমণ করাচ্ছেন লুইস। এ সময় বেগুনি ফ্রিংড বিকিনি টপ এবং ম্যাচিং শর্টস পরেছিলেন শাকিরা।

এমএক্স প্লেয়ারের সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না

২০২২ সালের জুন মাসে শাকিরা ও ফুটবল তারকা পিকের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের প্রায় এক বছর পর নতুন সম্পর্কে জড়িয়েছেন গায়িকা। কাটাচ্ছেন রোমান্সের কিছু মুহূর্ত। সে ছবি এখন নেটদুনিয়াতেও ঝড় তুলেছে।