বিনোদন ডেস্ক : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই একটি বিষয় নিয়ে তুমুল আলোচনা চলছে— বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা প্রেম করছেন। এই সম্পর্ক যেন একপ্রকার ‘ওপেন সিক্রেট’ হয়ে উঠেছে। যদিও দু’জনের কেউই এখনো পর্যন্ত এই বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে নানা সময়ে আকার-ইঙ্গিতে তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা একে অপরের খুব কাছের মানুষ।
Table of Contents
ভক্তদের প্রশ্ন: কবে বিয়ে করছেন বিজয়-রাশমিকা?
এই জনপ্রিয় তারকা জুটির রসায়ন বরাবরই দর্শকদের মুগ্ধ করে। তাই প্রায়ই ভক্তদের মনে প্রশ্ন জাগে— “কবে বিয়ে করছেন বিজয় ও রাশমিকা?” তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও জীবনসঙ্গী নিয়ে বিজয়ের উত্তর কিছুটা হতাশ করেছে অনুরাগীদের।
বিজয়ের সোজাসাপ্টা জবাব: “আমি এই মুহূর্তে জীবনসঙ্গীর খোঁজ করছি না”
সাক্ষাৎকারে বিজয়কে প্রশ্ন করা হয়, তিনি জীবনসঙ্গীতে কী কী গুণ খোঁজেন? জবাবে বিজয় সোজাসাপ্টা বলেন,
“আমি এই মুহূর্তে জীবনসঙ্গীর খোঁজ করছি না।”
পরবর্তী প্রশ্নে কিছুটা নরম সুরে কথা বললেও রাশমিকার প্রসঙ্গে কোনও সরাসরি উত্তর দেননি তিনি।
রাশমিকার প্রসঙ্গ এড়ালেও মিষ্টি উত্তর
যখন বিজয়কে জিজ্ঞাসা করা হয়, “রাশমিকার মতো কেউ কি আপনার জন্য উপযুক্ত জীবনসঙ্গী?” তখন বিজয়ের উত্তর ছিলো—
“যে কোনও ভাল মনের ভাল নারীই উপযুক্ত।”
এর আগেও রাশমিকার প্রসঙ্গে এমন এড়িয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবুও, বিজয়ের নাম শুনলেই রাশমিকার মুখে যে হাসি ফুটে ওঠে, তা তাদের ঘনিষ্ঠতা নিয়ে অনেক কিছু বলে দেয়।
ওমানে একসঙ্গে? অনুরাগীদের নতুন জল্পনা
কিছুদিন আগেই রাশমিকা তার জন্মদিন পালন করতে গিয়েছিলেন ওমানে। তিনি সেখানে সমুদ্রসৈকত থেকে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কাকতালীয়ভাবে, ঠিক একই সময় ও একই জায়গা থেকে ছবি শেয়ার করেন বিজয়ও। ফলে অনেকে ধারণা করেছেন, তারা সেখানেও একসঙ্গেই ছিলেন।
সম্পর্ক নিয়ে দ্বিধা, প্রশ্নের মুখে বিজয়-রাশমিকা
তবে এবার জীবনসঙ্গী প্রসঙ্গে বিজয়ের সোজাসাপ্টা এড়িয়ে চলা ভক্তদের মনে নতুন করে প্রশ্ন তুলেছে—
তাদের সম্পর্ক কি তবে শুধুই গুঞ্জনে সীমাবদ্ধ থাকবে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।