বিনোদন ডেস্ক : আসলে গত মাসের শুরুর দিকে একটি ইন্টারভিউয়ে ঊর্বশী রাউতেলা এমন একটি মন্তব্য করে বসলেন, যা শুনে ঋষভ সমর্থকেরা মনে করছেন যে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ককেই নিয়েই তিনি এই কথাটা বলেছেন। এই ইন্টারভিউয়ে ঊর্বশী রাউতেলা ‘মিস্টার RP’-র উল্লেখ করেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আবার একটি স্ক্রিনশট ভাইরাল হতে শুরু করেছে।
বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা সম্প্রতি সংবাদ শিরোনামে রয়েছেন। কখনও ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ, কখনও বা আবার পাকিস্তানের পেস বোলার নাসিম শাহকে নিয়ে ঊর্বশী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন। বর্তমানে ঋষভ এবং ঊর্বশীর মধ্যে যে ঝামেলা চলছে, সেই ব্যাপারে আপনারা সকলেই ওয়াকিবহাল। কিন্তু এবার ঋষভ পন্থকে নিয়ে ঊর্বশী এমন একটা কথা বললেন, যা নিয়ে ফের আলোচনা শুরু হয়ে গিয়েছে।
আসলে কয়েকদিন আগে ঋষভ পন্থকে ‘ছোটু ভাইয়া’ বলে সম্বোধন করেন ঊর্বশী রাউতেলা। ইনস্টাগ্রাম স্টোরিতে ঊর্বশী লিখেছিলেন, ‘ছোটু ভাইয়ার আপাতত ব্যাট বল খেলা উচিত। আমি কোনও বাচ্চা মেয়ে নই যে প্রিয় যে তোর জন্য বদনাম হবে। রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।’ দেখতে না দেখতেই ঊর্বশীর এই পোস্ট যথেষ্ট ভাইরাল হয়ে যায়। কিন্তু এবার এই অভিনেত্রী হাতজোড় করে ক্ষমা চেয়ে নিলেন। শুনে অবাক হলেন তো? কিন্তু এটাই সবথেকে বড় সত্যি।
সম্প্রতি একটি ইন্টারভিউয়ে ঋষভ পন্থকে নিয়ে ঊর্বশী রাউতেলার কাছে প্রশ্ন করা হয়েছিল। সেখানে ঊর্বশীকে জিজ্ঞাসা করা হয় যে তিনি মিস্টার আরপি’কে কোনও মেসেজ দিতে চান কি না? এর জবাবে ওই অভিনেত্রী বলেন, সিধী বাত, নো বকবাজ.. সেকারণে কোনও গালগল্প আমি দিচ্ছি না। এরপর ঊর্বশীকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি ঋষভ পন্থকে কিছু বলতে চান? কারণ আপনিই তো কয়েকদিন আগে Forgive & Forget নীতিতে বিশ্বাসী ছিলেন। সেকারণেই আপনি ওঁকে কি কোনও বার্তা দিতে চান? এরপর ঊর্বশী জানান, ‘আমি কিছু বলতেই চাই না।’ এরপর তিনি হাতজোড় থেকে ঋষভ পন্থের থেকে ক্ষমা চেয়ে নেন। ঊর্বশী বলেন, ‘Sorry… I am Sorry’.
ঊর্বশী ঋষভ পন্থের কাছে ক্ষমা চাওয়ার পরে ফ্যানেরাও একের পর এক প্রতিক্রিয়া দিতে শুরু করেন।
আসলে গত মাসের শুরুর দিকে একটি ইন্টারভিউয়ে ঊর্বশী রাউতেলা এমন একটি মন্তব্য করে বসলেন, যা শুনে ঋষভ সমর্থকেরা মনে করছেন যে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ককেই নিয়েই তিনি এই কথাটা বলেছেন। এই ইন্টারভিউয়ে ঊর্বশী রাউতেলা ‘মিস্টার RP’-র উল্লেখ করেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আবার একটি স্ক্রিনশট ভাইরাল হতে শুরু করেছে। যেখানে বলা হচ্ছে যে ঊর্বশীকে পালটা জবাব দেওয়ার জন্যই ঋষভ নাকি এই মন্তব্য করেছেন।
তিনি বলেন, বারণসী থেকে তিনি যখন দিল্লিতে শ্যুটিং করতে এসেছিলেন, তখন নাকি মিস্টার RP তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি লবিতে অপেক্ষা করছিলেন। কিন্তু ঊর্বশী ঘুমিয়ে পড়েছিলেন। পরে ফোনে ১৭টি মিসড কল দেখে ব্যাপারটি বোধগম্য হয় ঊর্বশীর। তিনি ফোন করে জানিয়েছিলেন মুম্বই এলে অবশ্যই দেখা হবে। এরপর মুম্বইয়ে তাঁদের দুজনের দেখা হয়। কিন্তু ততক্ষণে মিডিয়ার কাছে খবরটা পৌঁছে গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।