বিনোদন ডেস্ক : প্রায় বছরখানেক হতে চলল বলিউড তারকা আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জন। গত কয়েক মাসে নিজেদের রসায়নের জন্য একাধিকবার আলোচনায় উঠে এসেছেন তারা। একসঙ্গে র্যাম্পওয়াক থেকে একসঙ্গে ঘুরতে যাওয়া— প্রেমের সব লক্ষণই দেখা গেছে চর্চিত যুগলের মধ্যে।
সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে এসে আকার-ইঙ্গিতে নিজের ও আদিত্যের প্রেমের জল্পনায় সিলমোহরও দিয়েছেন অনন্যা।
অনুষ্ঠানে করণ অনন্যাকে প্রশ্ন করেন, তিনি গুমরাহর প্রেমে পড়েছেন কিনা। এ সময় উত্তরে অনন্যা বলেন, ‘আশিকি এমন যে প্রেম হয়ে যায়।’ উল্লেখ্য ‘গুমরাহ’ ও ‘আশিকি’ দুটিই আদিত্য অভিনীত সিনেমার নাম।
তবে আদিত্যর সঙ্গে প্রেম নিয়ে বিস্তারিত জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘কিছু বিষয় ব্যক্তিগত ও স্পেশাল। এ বিষয়ে আমি কথা বলতে চাই না। আমি বরং চাই নিজের কাজ নিয়ে কথা বলতে। কারণ কেউ কাজ নিয়ে কথা বলে না।’
নেট দুনিয়ায় সেরা কয়েকটি ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
গত ৩০ অক্টোবর ২৫-এ পা দিয়েছেন অনন্যা। জন্মদিন উপলক্ষ্যে আদিত্য রায় কাপুরের সঙ্গে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে নিজের ইনস্টাগ্রামে প্রচুর ছবি দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।