প্রকাশ্যে ফিল্মি কায়দায় ক্রিকেটারের প্রেমের প্রস্তাব, যা বললেন মহিলা তারকা ব্যাটার

স্পোর্টস ডেস্ক : ফের বাইশ গজে বিয়ের সানাই। ব্যাপারটা অনেকটা ব্যাট-বল উইকেটে Love Is In The Air। ভারতীয় ক্রিকেট স্টার ভেদা কৃষ্ণমূর্তির (Veda Krishnamurthy) হৃদয় জিতে নিলেন আরেক ব্যাটার। কর্নাটক দলের অন্যতম সদস্য অর্জুন হয়শলার প্রেম প্রস্তাবে হৃদয় হারালেন ভেদাও।

বাইশ গজের অন্দরমহলে এই দুজনের প্রেমকাহিনির জল্পনা দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ালেও নিজ মুখে নায়ক-নায়িকা কেউই স্বীকার করেননি।

দিগন্ত বিস্তৃত উপত্যকা। দূরে পাহাড়ের গায়ে পাইন গাছের সারি। প্রকৃতির মাঝে প্রেমিকার সামমে হাঁটু মুড়ে বসে ফিল্মি কায়দায় প্রোপোজ।

এমন প্রস্তাবে না বলে কারও সাধ্য। প্রেমিকের মিষ্ট প্রস্তাবে হ্যাঁ ভেদারও।

ভারতীয় মহিলা দলের মিডল অর্ডারে ভরসাযোগ্য অন্যতম স্টার ব্যাটর ভেদা। ২০১১ সালে ভারতীয় দলে অভিষেক হয় তাঁর।