আন্তর্জাতিক ডেস্ক : আগে কর্মসূত্রে দিল্লিতে থাকতেন পাণ্ডুয়ার সারদা পল্লির বাসিন্দা কুন্তল ভট্টাচার্য। সেই সময়েই কুন্তলের সঙ্গে প্যাট্রিসিয়ার পরিচয়। মাস চারেক আগে নেটমাধ্যমে পরিচয় থেকে বন্ধুত্বের সূত্রপাত। তা-ই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায়। সেই প্রেমের টানেই হুগলির পাণ্ডুয়ায় ছুটে এলেন ফরাসি কন্যা প্যাট্রিসিয়া ব্যারোটা।
আগে কর্মসূত্রে দিল্লিতে থাকতেন পাণ্ডুয়ার সারদা পল্লির বাসিন্দা কুন্তল ভট্টাচার্য। লকডাউনের সময় পাণ্ডুয়া চলে আসেন তিনি। দিল্লিতে থাকার সময় কুন্তলের সঙ্গে প্যাট্রিসিয়ার পরিচয়। নেটমাধ্যমে কথা বলা, ভিডিয়ো কলিং থেকে সেই সম্পর্ক আরও গাঢ় হয়। দিন দশেক আগে নয়াদিল্লি এসে কুন্তলকে চমকে দেন প্যাট্রিসিয়া। কুন্তলের কথায়, ‘‘আমায় ফোন করে বলল, দিল্লি এসেছি। আমিও বললাম, পরের বিমানে চেপে কলকাতায় চলে এসো।’’ সেই মতোই দিল্লি থেকে বিমানে চেপে কলকাতা চলে আসেন প্যাট্রিসিয়া। কুন্তলও সময় মতো দমদম বিমানবন্দরে পৌঁছে বান্ধবীকে সঙ্গে করে পাণ্ডুয়া নিয়ে আসেন।
কুন্তল জানান, আপাতত পাণ্ডুয়ায় তাঁর পরিবারের সঙ্গেই রয়েছেন প্যাট্রিসিয়া। বাড়িতে বিয়েরও তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। পড়শিরা এখন উন্মুখ হয়ে বসে আছেন, কবে কুন্তলের বাড়িতে ফরাসি বিপ্লব দেখবেন তাঁরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।