রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিরল ও সংক্ষিপ্ত মুহূর্তে নিজের হৃদয়ের কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি প্রেম করছেন।

পুতিনের বার্ষিক বছরশেষ সংবাদ সম্মেলনে—যা অত্যন্ত সুচিন্তিত ও নিয়ন্ত্রিত আয়োজন, যেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের পাশাপাশি রুশ নাগরিকদের ফোনকলের জবাব দেন—রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের সহযোগী চ্যানেল ৩৬০-এর সাংবাদিক রেজিনা ওরেখোভা তাকে সম্বোধন করে বলেন, ‘আজ আপনি বলেছেন যে আপনি প্রথম দেখায় প্রেমে পড়ার অস্তিত্বে বিশ্বাস করেন। মি. প্রেসিডেন্ট, আপনি কি প্রেম করছেন?’
এর জবাবে রাশিয়ার ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ।’ তিনি এর বেশি কিছু ব্যাখ্যা করেননি।
যদিও পুতিন তার প্রেমের মানুষের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি, তবে গোপনীয়তায় অভ্যস্ত এই রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাবেক অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। ৪২ বছর বয়সী কাবায়েভার সঙ্গে তার সম্পর্ক প্রায় ১৮ বছরের বলে শোনা যায়। গুজব অনুযায়ী, তাদের দুই সন্তান রয়েছে—যাদের বয়স ১০ ও ৬ বছর—এবং তারা ছদ্মনামে বসবাস করছে।
পুতিন ১৯৮৩ সাল থেকে অন্তত ২০০৮ সাল পর্যন্ত লিউদমিলা পুতিনার সঙ্গে বিবাহিত ছিলেন। তাদের দুই কন্যা—মারিয়া ও ইয়েকাতেরিনা পুতিনা।
২০০৮ সালে রুশ পত্রিকা মস্কভস্কি কোরেসপনডেন্ট জানায়, পুতিন ও লিউদমিলার বিচ্ছেদ হয়েছে এবং পুতিন কাবায়েভার সঙ্গে বাগদান করেছেন। সরকার সে খবর অস্বীকার করে এবং অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়।
পরে ২০১৪ সালের এপ্রিল মাসে ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে পুতিন ও লিউদমিলার বিচ্ছেদের ঘোষণা দেয়।
২০১৪ সালের বছরশেষ সংবাদ সম্মেলনেও পুতিন তার প্রেমজীবন নিয়ে প্রায় একই ধরনের উত্তর দিয়েছিলেন। সে সময় তিনি এক ইউরোপীয় বন্ধুর সঙ্গে কথোপকথনের একটি ঘটনা উল্লেখ করে বলেন, তিনি এমন একজনকে ভালোবাসেন যিনি তাকে ভালোবাসেন। তখনও তিনি সেই নারীর পরিচয় দেননি।
ক্ষমতায় থাকার সময় জুড়ে পুতিনের নাম একাধিক নারীর সঙ্গে জড়িয়েছে।
তাদের মধ্যে রয়েছেন ৫০ বছর বয়সী স্বেতলানা ক্রিভোনোগিখ, যার সঙ্গে তার একটি সন্তান রয়েছে বলে গুজব, এবং সাবেক মিস রাশিয়া প্রতিযোগী আলিসা খারচেভা, যিনি পুতিনের সঙ্গে প্রথম সম্পর্ক স্থাপনের সময় ১৭ বছর বয়সী ছিলেন বলে বলা হয়।
প্রেমজীবন নিয়ে পুতিনের শুক্রবার এই সংযত মন্তব্য ছিল এমন এক সংবাদ সম্মেলনের মধ্যে ক্ষণিকের হালকা মুহূর্ত, যেখানে অন্যথায় তিনি কঠোর ভাষায় ইউক্রেনে ক্রেমলিনের সামরিক লক্ষ্য পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পুতিন প্রতিশ্রুতি দেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রতিস্থাপনের জন্য কোনো নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। জেলেনস্কির মেয়াদ ২০২৪ সালে শেষ হলেও, যুদ্ধকালীন নিয়মের কারণে তিনি এখনো ক্ষমতায় রয়েছেন।
মেয়াদ শেষ হওয়ার পর থেকেই পুতিন জেলেনস্কিকে বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন এবং রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনার অংশ হিসেবে তার অপসারণ দাবি করছেন।
এ ছাড়া তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলায় প্রকাশ্যে সমর্থন জানান। পুতিন বলেন, ‘এটা স্পষ্ট। আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক বলেছেন।’
ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য : এনবিআর চেয়ারম্যান
ট্রাম্পের মামলায় অভিযোগ করা হয়েছে, ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণ ‘ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষপূর্ণভাবে ও প্রতারণামূলকভাবে’ সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করেছে, যেন তিনি বিদ্রোহ উসকে দিয়েছিলেন।
সূত্র : ডেইলি বিস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



