প্রেম আর লালসার গল্প নিয়ে আসছেন কঙ্কনা সেনশর্মা

কঙ্কনা সেনশর্মা

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় নেটফ্লিক্সের অ্যান্থোলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ ২’। চারজন পরিচালক এই সিনেমার চারটি পৃথক গল্প পরিচালনা করেছেন যার অন্যতম বলিউড অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। একজন বাড়ির পরিচারিকা এবং ডেলিভারি বয়ের নিষিদ্ধ প্রেমের লালসা নিয়ে নির্মিত কঙ্কনা পরিচালিত এই সিনেমাতে তার বন্ধুর জীবনের সত্য ঘটনা দেখানো হয়েছে। যা ইতিমধ্যে ট্রেলারের দেখেই তোলপার শুরু হয়েছে নেটদুনিয়ায় ।

কঙ্কনা সেনশর্মা

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিনিমাটির গল্পের অনুপ্রেরণা নিয়ে কঙ্কনা বলেছেন- ‘স্টোরি আইডিয়া নিয়ে আমি ক্রমাগত ভাবনা-চিন্তা চালাচ্ছিলাম। তারপর হঠাৎ করেই আমার এই ঘটনা মনে পড়ে। আমার এক বন্ধুর সঙ্গে এটি ঘটেছিল। দুজন সেক্সে লিপ্ত ছিল, হঠাৎ করেই সেই বন্ধু ঘরে ঢুকে পড়ে। আমাদের কাহিনির সঙ্গে ওর গল্পের শুধুমাত্র এইটুকুই মিল রয়েছে। এই আইডিয়াটা আসবার পর আমি নিজের মতো করে একটা গল্প সাজিয়েছি’।

তবে ‘ওয়েক আপ সিড’ অভিনেত্রী জানালেন- ‘আমার কাছে যৌন খিদে সবসময়ই এমন একটা বিষয় যা নিষিদ্ধ… আর গল্পে সেই ভাবনাই তুলে আনার চেষ্টা চলছে, যে বিষয়টা লালসায় ভরপর হবে, নিষিদ্ধ হবে অথচ তার মধ্যে একটা গভীর অনুররণ থাকবে’।

কঙ্কনা আরও জানান, প্রথমবার ‘লাস্ট স্টোরিজ ২’-এর প্রস্তাব আসবার পর যথেষ্ট উৎকন্ঠায় ছিলেন তিনি। এমনকী নির্মাতাদের বলেও রেখেছিলেন মাস কয়েকের মধ্যে কোনও ভাবনা তার মাথায় না আসলে যেন অন্য কোনও পরিচালককে বেছে নেন তারা।

‘আশ্রম’-কে টেক্কা দেবে এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

কঙ্কনা এর আগে ‘ডেথ ইন দ্য গঞ্জ’-এর সাইকোলজিক্য়াল থ্রিলার পরিচালনা করেছেন। কঙ্কনা ছাড়াও ‘লাস্ট স্টোরিজ ২’-এর বাকি তিন কাহিনি পরিচালনা করেছেন সুজয় ঘোষ, আর বাল্কি এবং অমিত আর শর্মা। ২৯শে জুন থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু এই সিনেমার।