প্রেম ভেঙেছে অর্জুন-মালাইকার

malaika

বিনোদন ডেস্ক : মালাইকা অরোরার সঙ্গে প্রেম ভেঙেছে অর্জুন কাপুরের। তাঁদের ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে জানিয়েছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নিজেদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সম্মান অটুট আছে অর্জুন-মালাইকার। সে কারণেই বিচ্ছেদ নিয়ে কোনোভাবেই প্রকাশ্যে মুখ খুলবেন না তাঁরা।

malaika

সূত্রটি পিঙ্কভিলাকে জানিয়েছে, অর্জুন-মালাইকার সম্পর্কটা খুব বিশেষ। পরস্পরের হৃদয়ে একটা বিশেষ জায়গা রয়েছে। তবে নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে এবং এ ব্যাপারে সম্মানের সঙ্গে নীরবতা বজায় রাখতে চান তাঁরা। এই সম্পর্কে কাদা ছোড়াছুড়ির অধিকার কাউকে দিতে চান না তাঁরা।’

অর্জুন-মালাইকার সম্পর্কের ব্যাপ্তি প্রায় ছয় বছর। আরবাজ খানের সঙ্গে দাম্পত্যে ইতি টানতে না টানতেই ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। বয়সের ফারাক থেকে মালাইকার ডিভোর্সি স্ট্যাটাস কোনোটিই বাদ সাধেনি এই প্রেমকাহিনিতে। কিন্তু হঠাৎ করেই নাকি ছন্দপতন।

গত বছরের মাঝামাঝি সময়েও বলিউড পাড়ায় অর্জুন-মালাইকার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। দুজনের ব্রেকআপ জল্পনা যখন তুঙ্গে, একসঙ্গে লাঞ্চ ডেটে গিয়ে সবাইকে চুপ করিয়ে দেন তাঁরা।

ওদিকে কফি উইথ করণের মঞ্চে মালাইকাকে বিয়ের ব্যাপারে খোলাখুলি কথা বলতে রাজি হননি অর্জুন। তাঁকে বলতে শোনা গেছে, ‘আমি এই অনুষ্ঠানে আসতে ভীষণ পছন্দ করি। কারণ এখানে এসে মন খুলে সৎভাবে কথা বলা যায়। তবে আমার বিয়ের বিষয়টা জীবনের এমন একটা অংশ, সেটা নিয়ে হুট করে কিছু বলা যায় না। তা ছাড়া, সম্পর্কটা তো দুজন মানুষের। আমার পার্টনার এখানে অনুপস্থিত, আমি কিছু একটা বলে দেব, সেটা অন্যায় হবে (আনফেয়ার)। আমার মনে হয়, আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হলে আমাদের দুজনের একসঙ্গে কথা বলা উচিত।’

ভাগ্নের সঙ্গে রোমান্স, সাহসিকতার সকল সীমা অতিক্রম করলো এই ওয়েব সিরিজ

এখন মালাইকার বয়স ৫০, অর্জুনের ৩৮। বয়সের ফারাক নিয়ে লাগাতার ট্রলের মুখোমুখি হন তাঁরা। তবে সেই ট্রলকে কোনো দিনই পাত্তা দেননি দুজনে। তাহলে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এর উত্তর কেবল অর্জুন-মালাইকাই দিতে পারবেন।