সাইফুল ইসলাম : মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের প্রতীক শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোসা. ইয়াছমিন খাতুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, ছাত্র প্রতিনিধি নাহিদ মনির, রমজান মাহমুদ ও মনিরুজ্জামান মনির প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ আবরার ফাহাদ কেবল একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদে তিনি এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তার আত্মত্যাগ তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও ন্যায্যতার পক্ষে অবস্থান নিতে অনুপ্রাণিত করেছে।
তারা আরও বলেন, আজকের “জুলাই বিপ্লব”-এর যে চেতনা দেশের তরুণদের মাঝে দেখা যাচ্ছে, তার বীজ বপন করেছিলেন শহীদ আবরার ফাহাদ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফাহাদের মতো দেশপ্রেমিক তরুণদের ঐক্যবদ্ধ প্রতিরোধ আজ সবচেয়ে প্রয়োজন।
অনুষ্ঠান শেষে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।