জুমবাংলা ডেস্ক : রাজধানীর পল্লবীতে ফয়সাল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, প্রেমিকাকে উদ্দেশ করে গান গাওয়াই কাল হয় তার। শনিবার সন্ধ্যায় পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বরের বিহারি ক্যাম্পের কাছের একটি সড়কে এ ঘটনা ঘটে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রিকশা থামিয়ে এলোপাতাড়ি কোপানো হয় ফয়সাল ও তার বন্ধু রাশেদকে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত রাশেদ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
নিহত ফয়সালের বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রেমিকাকে উদ্দেশ করে গান গেয়েছিল ফয়সাল। কিন্তু হামলাকারীরা মনে করেছে, তাদের একজনের স্ত্রীকে ইভটিজিং করে গান গেয়েছিলেন তিনি। যে কারণে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিরপুর) মোহাম্মদ জসীম উদ্দিন মোল্লা বলেন, ঈদের পর প্রেমিকাকে বিয়ে করার কথা ছিল ফয়সালের। তাই তাকে উদ্দেশ করে গান গেয়েছিলেন তিনি। কিন্তু হামলাকারীরা মনে করেছে, তাদের স্ত্রীকে নিয়ে গান গাওয়া হয়েছে। তাই হামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।