বিনোদন ডেস্ক : বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও এখন নিয়মিত তিনি। আর এই কাজের কারণেই একটা সময় ব্যক্তি সম্পর্ককে ইতি টানেন এই অভিনেত্রী। প্রায় ১০ বছরের সম্পর্কের পর ২০২০ সালের ২১ মার্চ রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেছিলেন ফারিয়া। তবে চলতি বছর মার্চে এই অভিনেত্রী জানান, তাদের বিয়েটা আর হচ্ছে না। কারণ হিসেবে তিনি তুলে ধরেন- কাজের ব্যস্ততা।
শত ব্যস্ততার মাঝে আজও সেসব স্মৃতি মন খারাপ করে দেয় ফারিয়ার! তবে কাজের মধ্যে ডুব দিয়ে সেকথা ভুলতে চান তিনি। তার কথায়, ‘প্রেম থেকে বাগদান হয় আমাদের। টানা ১০ বছরের সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ভেঙে গেছে। তা তো মনে পড়েই। এ নিয়ে মনও খারাপ হয়। এটাই তো স্বাভাবিক। এত দীর্ঘ সময়ের জার্নি। কত কথা, কত স্মৃতি। আমিও তো মানুষ, নাকি? কিন্তু সেই মন খারাপের সময়টা অন্যভাবে পার করার চেষ্টা করে যাচ্ছি আমি।’
কথার কথায় ফারিয়া বলেন, ‘আমি মনে হয়, আগের আমলের মানুষের মতো প্রেম করি। আর আপনি যদি টানা ১০ বছর প্রেম করেন, তাহলে তো সেকেলের হবেনই। আমার কাছেও তাই মনে হচ্ছে এখন। এ যুগের সঙ্গে আমার মেলে না। এদিক-ওদিক ঘুরেফিরে বুঝলাম, এ যুগের ছেলেদের প্রেমিকা হিসেবে আমাকে মানায় না, পোষাবে না। হা হা হা…।’
নতুন করে প্রেমে পড়েছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পড়িনি, তবে চেষ্টা করছি না, ঠিক তা-ও নয়। আমিও তো হিউম্যান বিয়িং। অবশ্যই প্রেমে পড়তে চাই আমি।’
ফারিয়ার কথায় স্পষ্ট, বর্তমানে তিনি কারো সঙ্গে প্রেম করছেন না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর ভালো সঙ্গী পেলে অবশ্যই প্রেমে পড়বেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।