আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে কত কিছুই তো হয়! যা কল্পনারও অতীত। এক ব্যক্তি এমন কাণ্ডই করলেন। প্রেমিকা হতে না চাওয়ায় তরুণীর বিরুদ্ধে মোটা টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতে গেলেন তিনি। বন্ধুত্বটা আগেই তৈরি হয়েছিল। তরুণীর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর ক্রমে তাঁর প্রতি একটা ভালবাসা জন্ম নিতে থাকে এক যুবকের মনে। ক্রমে তিনি ওই তরুণীকে মনে মনে ভালবেসে ফেলেন।
কিন্তু যখন তরুণীকে বিষয়টি জানাতে যান তখন বোঝেন যে ওই তরুণী তাঁর সঙ্গে বন্ধুত্ব পর্যন্ত রাখতে ইচ্ছুক। কিন্তু প্রেমের বা বিবাহের বন্ধনে আবদ্ধ হতে কখনওই রাজি নন।
তিনি ওই ব্যক্তিকে সেই চোখে দেখেনই না। এটা জানার পর কিন্তু জিদ চেপে যায় কে কসিগন নামে সিঙ্গাপুরের ওই বাসিন্দার।
তিনি এরপর নোরা ট্যান নামে ওই তরুণীকে চিঠি দিয়ে জানান হয় তিনি তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হবেন, নয়তো তিনি আদালতে যাবেন তাঁর বিরুদ্ধে।
২০১৬ সালে যে মানুষটির সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে, ২ জনে বন্ধুর মত অনেকটা সময় কাটিয়েছেন। সেই বন্ধু আচমকা মরিয়া হয়ে উঠেছেন তাঁর সঙ্গে প্রেম করতে, আর তা না করতে চাওয়ায় এখন আদালতে যাওয়ার ভয় দেখাচ্ছেন।
শুধু ভয় দেখানোই নয়, সত্যিই নোরার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন কে কসিগন। তাঁর দাবি, ওই তরুণী তাঁর সঙ্গে প্রেম করতে রাজি না হওয়ায় তাঁর মানসিক চাপ বাড়ছে। তিনি মন দিয়ে কাজ করতে পারছেন না। ফলে তাঁর কাজে প্রভাব পড়ছে। যা তাঁর রোজগারে প্রভাব ফেলছে।
এছাড়া মানসিকভাবে তাঁকে বিপর্যস্ত করে তুলেছে নোরার এই প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া। এভাবে তাঁকে মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। এজন্য নোরার বিরুদ্ধে ২৪ কোটি টাকা ক্ষতিপূরণও মামলায় দাবি করছেনে কে কসিগন। গোটা বিশ্বজুড়ে এই খবর আলোড়ন ফেলে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।