আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকার সঙ্গে কিছুতেই বিচ্ছেদ চাননি তিনি। তাকে ‘বিদায়’ বলতে চাননি। আর তাই প্রেমিকাকে ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। হাতে গোলাপ নিয়ে কনকনে শীত আর বৃষ্টির মধ্যে প্রেমিকার অফিসের বাইরে ২১ ঘণ্টা হাঁটু গেড়ে বসেছিলেন ওই ব্যক্তি।
চীনের সিচুয়ান প্রদেশের দাঝাউ শহরে গত ২৮ মার্চ বেলা ১টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত ভবনের বাইরে হাঁটু গেড়ে বসেছিলেন ওই ব্যক্তি। তার আশা ছিল, যদি প্রেমিকার মন বদলায়। যদি আবার তারা এক হতে পারেন।
দেশটির জিউপাই নিউজের খবর বলছে, সে সময় স্থানীয় লোকজন তার চারপাশে ভিড় জমান। তাকে চলে যেতে পরামর্শ দেন অনেকেই।
লি নামে এক ব্যক্তি বলেন, আমাদের মধ্যে অনেকেই তাকে চলে যেতে বলেন। অনেকেই বলেন প্রেমিকার ফেরার ইচ্ছা নেই। তারপরও এখানে এভাবে থাকা অর্থহীন।
তবে এ রকম হট্টগোলের মধ্যেও ওই প্রেমিকাকে সেখানে দেখা যায়নি। একপর্যায়ে পুলিশও ঘটনাস্থলে যায়। পুলিশ ওই ব্যক্তিকে চলে যেতে উদ্বুদ্ধ করে। তবে ওই ব্যক্তি তাতে নারাজ। তিনি পুলিশকে পালটা প্রশ্ন ছুড়ে বলেন, এভাবে হাঁটু গেড়ে বসা কি অবৈধ? যদি অবৈধ না হয়, তাহলে আমাকে একা ছেড়ে দিন।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।