বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার বরণ্যে অভিনেত্রী মধুবালা। তার আসল নাম মমতাজ জেহান বেগম দেহলভি। খুব অল্প বয়সে অভিনয় জীবনে পা রাখেন তিনি। ১৯৪২ সালে ‘বসন্ত’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন। ১৯৪৭ সালে ‘নীলকমল’ সিনেমায় নায়িকা চরিত্রে পর্দায় হাজির হন। এ সিনেমায় বেগম পারা এবং রাজ কাপুরও ছিলেন। তার পরের গল্প কারো অজানা নয়।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। গুণী অভিনেত্রী মধুবালারও জন্ম একই দিনে। চারের দশকে মধুবালার অভিনয় ও সৌন্দর্য বহু পুরুষের হৃদয়ে ঝড় তুলেছিল। ব্যক্তিগত জীবনে অনেক বরেণ্য ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মধুবালা। অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে মধুবালার প্রেম, কিশোর কুমারের সঙ্গে মধুবালার বিয়ে বহুল আলোচিত বিষয়। তবে এদের আগে হিন্দি সিনেমার অভিনেতা-পরিচালক প্রেমনাথের প্রেমে পড়েছিলেন মধুবালা। যদিও সেই প্রেম পূর্ণতা পায়নি।
মধুবালার বোন মধুর ভূষণ এক সাক্ষাৎকারে প্রেমনাথের প্রতি মধুবালার ভালোবাসার বিষয়টি সামনে আনেন। প্রেমনাথের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানিয়ে তিনি বলেন— ‘সে সময়ে হিন্দু-মুসলিমের বিয়ে সেভাবে হতো না, অনেক বাধা ছিল। এখন সময় বদলেছে। আমার বাবা প্রেমনাথের সঙ্গে দিদির সম্পর্কের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। বলেছিলেন, তাকেও তার পরিবারের কাছে জবাবদিহি করতে হবে।’
প্রেমনাথের সঙ্গে সম্পর্ক ভেঙে কীভাবে বেরিয়ে এসেছিলেন মধুবালা? এ প্রশ্নের জবাবে মধুর ভূষণ বলেন, ‘এটা ওর কাছে কঠিন কিছু ছিল না। কারণ প্রেমনাথের সঙ্গে সম্পর্কের সময় কম ছিল। দুজনেই তাদের ক্যারিয়ার নিয়ে বেশি আগ্রহী ছিলেন। এটা সেই প্রেম ছিল না যে, একটা ছেলে ও মেয়ের দেখা হলো আর তারা একসঙ্গে ভবিষ্যত নিয়ে স্বপ্ন দেখা শুরু করলো!’
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।