আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘রহস্যজনক’ কারণে একই এলাকার ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জনই শিশু। তাদের মৃত্যুর কারণ খুঁজতে কাজ করছে বিশেষ তদন্ত দল।
চলতি মাসের ৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে রাজৌরি অঞ্জলের একটি গ্রামে তাদের মৃত্যু হয়।গতকাল বুধবার ওই অঞ্চলটিকে ‘ঝুকিপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অসুস্থদের মধ্যে প্রাথমিকভাবে বমি, গলাব্যাথা, শ্বাসকষ্ট এবং হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়াসহ বেশ কিছু লক্ষণ দেখা গেছে। তবে কী কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে স্থানীয় হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. এএস ভাটিয়া জানান, চার শিশুসহ ৫ জন বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। উপসর্গগুলোর মধ্যে ডায়রিয়া, বমি, গলাব্যথা এবং শ্বাসকষ্ট সবার মধ্যেই ছিল।
স্থানীয় হাসপাতালে এখনও ১০ জন চিকিৎসাধীন আছেন। হাসপাতালের চিকিৎসক ডা. সুজা কাদেরি বলেন, স্থানীয় পানির সঙ্গে কোন ধরনের ভাইরাস বা ব্যাক্টেরিয়ার সংক্রমণে তাদের মৃত্যু হতে পারে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে অসুস্থদের খাদ্যে বিষক্রিয়া হয়েছিল বলে মনে করা হচ্ছিল। এরপর হঠাৎ তারা জ্ঞান হারিয়ে ফেলেন। গ্রামটিকে কনটামিনেটেড ঘোষণা করা হলেও প্রাথমিকভাবে এই রোগকে ছোঁয়াচে বলে মনে হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ধারণা করা হচ্ছে, স্থানীয় লেক বা ঝর্ণার পানির সাথে ক্ষতিকর রাসায়নিক কিছু মিশ্রিত হয়ে এ ঘটনা ঘটে। ফলে ওই গ্রামের মানুষদেরকে স্থানীয় লেক বা ঝর্ণার পানি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই পানি পরীক্ষা করে তার মধ্যে কীটনাশকের উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনার পূর্ণ তদন্ত করতে চিকিৎসক, পুলিশ কর্মকর্তাসহ বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।