বিনোদন ডেস্ক : টলিউড ইন্ডাস্ট্রিতে উত্তম-সুচিত্রা জুটির পর যে নায়ক-নায়িকার জুটি সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল তারা ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। একসাথে অসংখ্য সিনেমাতে অভিনয় করেন তারা। পর্দায় তাদের যেমন গভীর কেমিস্ট্রি দেখার দিত, পর্দার বাইরেও তাদের সম্পর্ক ছিল খুবই ভাল। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন।
টলিউডের এই জনপ্রিয় জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। আজও তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে চর্চা থাকে তুঙ্গে। তবে দীর্ঘ প্রায় এক দশক একসঙ্গে ছবি করেননি তারা। জনপ্রিয়তার শিখরে থাকতে থাকতেই ভেঙে গিয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটি। তবে এখনও তারা একে অপরের খুব ভালো বন্ধু।
দীর্ঘ সময় বাদে হালফিলে অবশ্য প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে একসঙ্গে কিছু ছবিতে কাজ করতে দেখা দিয়েছে। একবার স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। সেদিন আড্ডার মাঝে ঋতুপর্ণার একটা মজার কীর্তি ফাঁস করে দেন প্রসেনজিৎ। একটি রোমান্টিক নাচের শুটিংয়ের সময় ঋতুপর্ণা কী করেছিলেন তা জানলে অবাক হবেন।
প্রসেনজিৎ বলেন ওই ছবিতে রোমান্টিক নাচের দৃশ্য ছিল দুজনের। ঋতুপর্ণাকে প্রসেনজিতের পায়ের কাছে বসতে হয়েছিল। কিন্তু কিছুক্ষণ বাদে হঠাৎ নাক ডাকার আওয়াজ পান প্রসেনজিৎ। তিনি দেখেন ঋতুপর্ণা তার পায়ের কাছে বসে বসেই ঘুমিয়ে পড়েছেন। তিনি সেদিন এতটাই ক্লান্ত ছিলেন যে রোমান্টিক দৃশ্যের শুটিংয়ের সময়ে বসে বসেই ঘুমিয়ে গিয়েছিলেন।
এই পুরনো দিনের কথা প্রসেনজিৎ সবার সামনে ফাঁস করে দিতেই লজ্জায় লাল হয়ে ওঠেন ঋতুপর্ণা। কপট রাগ দেখিয়ে তিনি মেরেও দেন প্রসেনজিৎকে। তার এমন কাণ্ডের কথা জেনে হাসির রোল ওঠে স্টুডিওতে। তবে ঋতুপর্ণার এমন কাজের মাঝে ঘুমের অভ্যাস ছিল বরাবর। সেই কথাটি রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জীও একবার ফাঁস করে দেন।
শাড়ি ছেঁড়ে ব্রা আর প্যান্ট পরে সামনে এসেছে নায়িকা, স্টাইল দেখে মুগ্ধ ভক্তরা
সুদীপা আসলে একটি গল্প লিখে নিয়ে গিয়েছিলেন ঋতুপর্ণার কাছে। ঋতুপর্ণাকে তিনি সেই গল্প শোনাতে বসলে শুনতে শুনতে মাঝপথে ঘুমিয়েই পড়েন অভিনেত্রী। তারপর তাকে ডাকা হলে ঘুম থেকে উঠে বলেন, “কী ভাল লিখেছিস রে। এত ভাল লিখিস কী করে?” তবে ঘুমোনো ছাড়াও সব জায়গাতে দেরি করে পৌঁছানোও ঋতুপর্ণার একটা বড় বদঅভ্যাস। তা সে শুটিং সেট হোক, মাচা শো কিংবা এয়ারপোর্ট!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।