দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের জন্য চালু হচ্ছে ‘চাকরিপূর্ব প্রশিক্ষণ’। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে পাইলটিং (পরীক্ষামূলক) আকারে এ প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটি বাস্তবায়ন করবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। নেপ মহাপরিচালক ফরিদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদ আহমদ বলেন, বর্তমানে প্রাথমিক শিক্ষকদের চাকরিতে প্রবেশের পর প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা চাকরিপূর্ব প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি। আগামী বছরের শুরুতে পাইলটিং আকারে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
নেপ সূত্রে জানায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে দেশের ১০টি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) শিক্ষকদের চাকরিপূর্ব প্রশিক্ষণ দেওয়া হবে।
১০ মাসব্যাপী এ প্রশিক্ষণ নিতে আগ্রহীদের আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে প্রশিক্ষণের জন্য প্রার্থী চূড়ান্ত করা হবে। আবেদনকৃত প্রার্থীর সংখ্যা অধিক হলে পরীক্ষাও নেওয়া হতে পারে।
নেপ মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, যারা প্রাথমিকে শিক্ষকতা পেশায় আসতে চান- এমন স্নাতক-স্নাতকোত্তরদের আমরা প্রশিক্ষণ দেবো। শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতিসহ নানা বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ধাপে ধাপে দেশের ৬৭ পিটিআইয়ে এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, যারা চাকরিপূর্ব প্রশিক্ষণ নেবেন, আমরা ধরে নেবো তারা প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য এ প্রশিক্ষণ নিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে তারা এগিয়ে থাকবেন। পাইলটিং সফল হলে পরবর্তীতে এ কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে।