আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আরও ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটরিয়ামে তৃতীয় দিনের আপিল আবেদনের শুনানিতে তারা প্রার্থিতা ফিরে পান।
শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, তৃতীয় দিনে ৭১টি আপিল আবেদনের শুনানি হয়েছে। এরমধ্যে ৪১টি মঞ্জুর, ২৫টি নামঞ্জুর, একজন অনুপস্থিত এবং অপেক্ষমাণ আছে চারটি আপিল।
এর আগে, গত শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে মঞ্জুর করা হয়েছে ৫২টি এবং নামঞ্জুর করা হয়েছে ১৫টি। রোববার ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সাতটি নামঞ্জুর এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।
সব মিলে গত তিনদিনে আপিলের শুনানি শেষে ১৫০ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করা হবে এসব আবেদন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। হিজড়া পরিচয়ে ভোটার আছেন ১ হাজার ২৩৪ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


