প্রায় ১ যুগ পর আবারো ছোটপর্দায় ফিরছেন রচনা-প্রসেনজিৎ জুটি

রচনা-প্রসেনজিৎ জুটি

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১১ বছর পর একইসাথে ছোটপর্দায় দেখা যাবে রচনা ব্যানার্জী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এদিন তারা একসাথে ফেসবুক লাইভে এসে চমকে দিয়েছেন নেটিজেনদের। জানিয়েছেন সুখবরের কথা। আগামী ১৪’ই জুন টেলিভিশনের পর্দায় থাকছেন তারা, সেকথা স্পষ্ট জানালেন এই অনস্ক্রিন তারকা জুটি। তারা একসাথে লাইভে আসতেই মুহূর্তে তার ভিউজ পৌঁছে যায় কয়েক হাজারে। এই তারকা-জুটির ভক্তদের জন্য এটা যে সত্যিই চমক ছিল, তা বলাই বাহুল্য।

রচনা-প্রসেনজিৎ জুটি

এদিন লাইভে অভিনেতা নিজেই জানান তারা একসাথে প্রায় ৩৫’টি বাংলা ছবিতে অভিনয় করেছেন। যারা তাদের একসাথে পর্দায় দেখতে পছন্দ করেন তাদের জন্য ১৪’ই জুন জি বাংলার পর্দায় যে এক বড় চমক থাকবে, তা তারা স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন।

সেদিনের এপিসোডে প্রতিযোগীদের সাথে রচনা ব্যানার্জীর পাশাপাশি থাকবেন অভিনেতাও। অভিনেতার পাশাপাশি অভিনেত্রীও সকলের উদ্দেশ্যে বলেন, আগামী ১৭’ই জুন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখে আসতে হবে সকলকে। পাশাপাশি অভিনেতা লাইভেই জানান, ‘দিদি নম্বর ১’এর মঞ্চে আসতে পেরে বেজায় খুশি। এই মঞ্চে নিজের পুরনো সহ-অভিনেত্রীর সাথে সময় কাটাতে পেরেও খুশি অভিনেতা।

জি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ থেকেই এদিন লাইভে আসতে দেখা গিয়েছিল তাদের। সেই লাইভ ভিডিও এখন ভাইরাল। সম্প্রতি এই লাইভ দেখার পর থেকেই ১৪’ই জুনের অপেক্ষায় ভক্তরা।

চলতি মাসের ১৭’ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সৌভিক কুন্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’। একেবারে বাবা মেয়ের গল্প এটি। তাদের একসাথে দিন কাটানোর গল্প বলবে এই ছবি। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে মুখ্য ভূমিকায় অর্থাৎ বাবা মেয়ের চরিত্রে দেখা যাবে।

সম্প্রতি সেই ছবির প্রচারের খাতিরেই রচনা ব্যানার্জী দ্বারা সঞ্চালিত জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন টলিউডের বুম্বাদা। এদিন মঞ্চে প্রতিযোগীদের আসনে বাবা মেয়েদেরই দেখা যাবে।

নিলামে বৈদেশিক মুদ্রা বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

এই এপিসোড আগামী ১৪’ই জুন টেলিভিশনের পর্দায় টেলিকাস্ট হবে। আর সেই সুখবর জানাতেই এদিন একসাথে লাইভে দেখা গিয়েছিল প্রসেনজিৎ ও রচনাকে।