লাইফস্টাইল ডেস্ক : প্রায় সবার কাছেই এই অসুখটি বেশ পরিচিত। তবে এই রোগটিকে মোটেও বিপজ্জনক বলে মনে করেন না অনেকেই। তাই রোগটিকে তেমন গুরুত্বও দেন না। যদি আপনি এমিনটাই ধারণা করে থাকেন তবে এখনই সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই অসুখটি মূলত স্নায়ুর। চিকিৎসাশাস্ত্রে এই অসুখটিকে বলা হয় কারপাল টানেল সিনড্রোম। নামটি যেমন সহজ নয় তেমনি রোগটিও কিন্তু জটিল।
হাত ঝিন ঝিন করার সমস্যা শুরু হওয়ার কিছুক্ষণ পর এমনিতেই রোগটি সেরে ওঠে। তবে সত্যিকার অর্থে কিন্তু রোগটি সেরে যায়নি। ভেতরে একটু একটু ক্ষতি করছে রোগটি প্রতিনিয়ত।
সাধারণত সব বয়সের নারী, পুরুষ, শিশুর ক্ষেত্রেই এই রোগটি হতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে হাতের কাজ করলে এমনটা ঘটতে বেশি দেখা যায়।
এই রোগের চিকিৎসায় ওষুধ এবং কিছু ব্যায়াম দেয়া হলেও সমস্যা বেশি হলে তা অপারেশনের দিকেও মোড় নিতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। কেননা এই রোগ শুধু মিডিয়ান নার্ভ নয়, আঙুলের পেশিগুলো বিশেষ করে বুড়ো আঙুল একেবারে অচল হয়ে যেতে পারে।
অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে বা তার পরামর্শ ছাড়াই ঘরে বসে নেটের ব্যায়াম নিয়মিত করেন। এতে হিতে বিপরীত হওয়ার শঙ্কা থাকে অনেক।
ব্লাউজ ছাড়া লাল পাড় সাদা শাড়ি পড়ে উদ্দাম ড্যান্স দিলো শ্রীতমা বৈদ্য
তাই প্রায়ই যদি আপনি এই সমস্যার সম্মুখীন হন তবে তা কেন হচ্ছে তা জানতে দ্রুতই শরণাপন্ন হন একজন দক্ষ চিকিৎসকের। প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করে সুস্থ রাখুন নিজের হাত এবং আপনার মস্তিষ্কের।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।