নোমান বিল্লাহ : কারও মেয়ে সন্তান পছন্দ কারও ছেলে সন্তান পছন্দ। সেদিক থেকে কেউ কেউ মেয়ে সন্তান লাভের আশা করেন। কেউ কেউ এক বা একাধিক ছেলে সন্তান হলে পরে মেয়ে সন্তানের আশা করেন। কেউবা অধিক সওয়াবের আশায়েও কন্যা সন্তান পাওয়ার ইচ্ছা পোষণ করেন।
কেননা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি দুটি কন্যাকে সাবালিকা হওয়া পর্যন্ত লালন-পালন করবে, কেয়ামতের দিন আমি এবং সে এ দুটি আঙ্গুলের মতো পাশাপাশি আসবো (অতঃপর তিনি তার আঙ্গুলগুলি মিলিত করে দেখালেন)’। (মুসলিম: ২৬৩১, তিরমিজি: ১৯১৪)
আরেক সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যার তিনটি কন্যাসন্তান থাকবে এবং সে তাদের কষ্ট-যাতনায় ধৈর্য ধরবে, সে জান্নাতে প্রবেশ করবে। (মুহাম্মদ ইবন ইউনুসের বর্ণনায় এ হাদিসে অতিরিক্ত অংশ হিসেবে এসেছে) একব্যক্তি প্রশ্ন করলো, হে আল্লাহর রসুল, ‘যদি দুজন হয়?’ উত্তরে তিনি বললেন, ‘দুজন হলেও’। লোকটি আবার প্রশ্ন করলো, ‘যদি একজন হয়, হে আল্লাহর রাসুল?’ তিনি বললেন, ‘একজন হলেও। ’ (বাইহাকি: ৮৩১১)
তবে কার কী সন্তান হবে তা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। এ ব্যাপারে তিনি বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। (সুরা আশ-শুরা: ৪৯)
এ জন্য নিজের পছন্দ ও ইচ্ছার কথা আল্লাহ তাআলার কাছেই জানাতে হবে। দোয়া কবুলের সময়গুলোতে কায়মনোবাক্যে স্রষ্টার কাছে চাইতে হবে নিজের আকুতির কথা। কন্যা সন্তানের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই তবে নবীগণ যে বাক্যগুলো বলে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছিলেন সেই বাক্যগুলো বলে দোয়া করতে পারেন।
১। হযরত জাকারিয়া (আ.)-এর দোয়া
‘রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দোয়া।’ (সুরা আলে ইমরান: ৩৮)
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী।’
২। হযরত ইব্রাহিম (আ.)-এর দোয়া
বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহ তাআলার নিকট দোয়া করেন সৎ সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তাঁকে নেক সন্তান দান করেন। দোয়াটি তুলে ধরা হলো-
‘রাব্বি হাবলি মিনাস সালিহিন।’ (সুরা সাফফাত: ১০০)
অর্থ : হে আমার লালন পালনকারী! আমাকে সৎকর্মশীলদের একজন দান করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।