সাইফুল ইসলাম : মানিকগঞ্জে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম’আ ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন মসজিদে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে মহান আল্লাহর নিকট বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের উত্তম মাকাম দান এবং তার মৃত আত্মার মাগফিরাতের জন্য কায়মনোবাক্যে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদের পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোসহ সকল শহীদ ও মৃত নেতাকর্মীর আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি দেশব্যাপী বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনগণের সুস্বাস্থ্য, মঙ্গল ও কল্যাণের জন্য দোয়া করা হয়।
স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তার অকৃত্রিম দেশপ্রেম এবং সততা সকলের জন্য আদর্শ ও অনুকরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গত মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


