সাইফুল ইসলাম : বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব জয়রা-নারাঙ্গাই এলাকার বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর আয়োজনে নারাঙ্গাই এলাকায় এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে মহান আল্লাহর নিকট বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের উত্তম মাকাম দান এবং তার মৃত আত্মার মাগফিরাতের জন্য কায়মনোবাক্যে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদের পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো, সাবেক হারুন অর রশীদ মুন্নুসহ সকল শহীদ ও মৃত নেতাকর্মীর আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি জেলা বিএনপির আহবায়ক ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীন সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতাসহ দেশব্যাপী বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনগণের সুস্বাস্থ্য, মঙ্গল ও কল্যাণের জন্য দোয়া করা হয়।
এর আগে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম সুমনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আ. ফ. ম. নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার, জেলা চেম্বার অফ কমার্সের পরিচালক শিশির কুমার রাজ, ফ্রান্স ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফজলুল করিম শামীম, জেলা যুবদল নেতা মো. ইমরান খান, মো. লিটু শিকদার, মেহেদী হাসান মনির, সাধু সরকার, মো. শিবলু সরকার ও সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহীন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


