জুমবাংলা ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বেসরকারি একটি গণমাধ্যমের টকশোতে বলেছেন, শেখ হাসিনা সরকারের সাথে যে তুলনা করা হচ্ছে উন্নয়ন নাকি গণতন্ত্র, শেখ হাসিনার ফ্যাসিবাদি রেজিমে রাজনৈতিক দলের নেতারা ঘরে থাকতে পারতেন না, আর এখন শুধু ঘরে না মাঠে থেকে বীরদর্পে চাঁদাবাজি করছে তারা।
বর্তমান সরকারের সাফল্যকে যারা বিষ মনে করে, তাহলে জনগণও জানে কোনটা বিষ আর কোনটা মধু।
তুষার আরো বলেন, গত ১৫ বছর বিএনপির একবারে নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা কোর্টের চত্বরে দাঁড়িয়ে কেঁদেছে তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আর এখন তারা বলছেন চাঁদা তুলে ইউটিউবারদের চালাবে। এই কথাগুলো বলার জন্যই গণ-অভ্যুত্থান এসেছে। এখন সেটা তাদের কাছে বিষ মনে হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।