আন্তর্জাতিক ডেস্ক : বিয়েকে স্মরণীয় করে রাখতে অনেকেই প্রি ওয়েডিং শ্যুট (বিয়ের আগে বর-কনের ভিডিও) করেন। অন্যদের থেকে একটু আলাদা হতে গিয়ে অনেক সময়ই প্রি ওয়েডিং শ্যুটকে ঘিরে বিচিত্র ভাবনাচিন্তা দেখা যায়। যেমনটা ঘটল ভারতের কর্ণাটকের এক তরুণ চিকিৎসকের ক্ষেত্রে। কারণ হাসপাতালের অপারেশন থিয়েটারকেই প্রি ওয়েডিং শ্যুটের জন্য বেছে নিয়েছিলেন তিনি । ওই প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়৷ এ ঘটনায় চাকরি হারান অভিযুক্ত ওই চিকিৎসক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের চিত্রদুর্গ জেলার একটি হাসপাতালে অপারেশন থিয়েটারের মধ্যে প্রি ওয়েডিং শ্যুট করেন অভিষেক নামের এক চিকিৎসক। সেখানে ওই চিকিৎসকের পাশাপাশি তাঁর হবু স্ত্রীকেও চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে। একজন রোগীকেও সাজিয়ে নিয়ে আসা হয় ৷ চিকিৎসক রোগীর অস্ত্রোপচার করছেন এবং তাঁর হবু স্ত্রী তাঁকে সাহায্য করছেন, এটাই ছিল প্রি ওয়েডিং ভিডিওর বিষয়বস্তু । শ্যুটিং করতে করতে সবাইকে হাসিতে ফেটে পড়তেও দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে।
A doctor's pre-wedding photoshoot in a govt hospital's operation theatre in #Bharamasagar of #Chitradurga. Dr. Abhishek, a contract physician, performed a 'surgery' with his fiancee.
DHO says it was unused OT & issues notice to the administrator.#Karnataka #PreWeddingShoot pic.twitter.com/Eve0g3K9p1
— Hate Detector 🔍 (@HateDetectors) February 9, 2024
এই ভিডিওটি ভাইরাল হতেই বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় ওঠে৷ অপারেশন থিয়েটারের মধ্যে চিকিৎসক কী করে প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করলেন, কেন তাঁকে বাধা দিল না হাসপাতাল কর্তৃপক্ষ, সেই প্রশ্ন তোলেন অনেকে।
বিষয়টি নজরে আসতেই ওই চিকিৎসককে বরখাস্ত করেছে কর্ণাটকের স্বাস্থ্য অধিদপ্তর ৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও বলেন, সরকারি হাসপাতাল রয়েছে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য৷ কারও ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।