বিনোদন ডেস্ক: টিনসেল টাউন হল এমন এক মায়ানগরী যেখানে অনেকেই ভাগ্যক্রমে গুটিকয়েক সিনেমা করেই জিতে নেন দর্শকদের মন আবার অনেকে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করতে না পেরে হারিয়ে যান চিরতরে। আজ আমাদের আলোচনার উপজীব্য বিষয় হলো লাইমলাইট থেকে হারিয়ে যাওয়া নব্বইয়ের দশকের এক জনপ্রিয় অভিনেত্রী যিনি একসময় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়ে গিয়েছেন একের পর এক সুপারহিট ব্লকবাস্টার! বলছি এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জাঙ্গিয়ানির কথা।
ভারতীয় সেই জওয়ানের বিধবা স্ত্রী এর কথা মনে আছে? যার প্রেমে হাবুডুবু খেয়ে ছিলেন জিমি শেরগিল! কিংবা একসময়ের জনপ্রিয় মিউজিক ভিডিও “চুইমুই সি তুম লাগতি হো” এর কথা কি শরণাপন্ন হয়? যদি হয় তো এতক্ষনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কথা হচ্ছে প্রীতি বাঙ্গিয়ানিকে নিয়ে। “মহব্বতে” খ্যাত এই অভিনেত্রী বর্তমানে বলিউডি লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও সিনেমা জগতের সাথে বেশ যোগাযোগ রয়েছে তার!
‘মোহাব্বাতে’এর পর প্রায় ১০টি নতুন ছবির জন্য চুক্তি করেছিলেন প্রীতি। কিন্তু সমস্যা হল তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে এই রোগের সঙ্গে লড়াই করছিলেন, যে কারণে ছবিগুলো তাঁর হাত থেকে চলে যাচ্ছিল। অনেক রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে যশ রাজ ফিল্মসের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারণে প্রীতিকে কিছু ছবি ছাড়তে হয়েছিল। এতে সুভাষ ঘাইয়ের একটি ছবিও অন্তর্ভুক্ত ছিল। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করতে দেখা গেছে প্রীতিকে। তেমন জনপ্রিয় হয়নি সেই ছবি।
২০০৮ সালে ‘উইদ লভ তুমারা’ ছবির শ্যুটিং চলাকালীন সহ অভিনেতার প্রেমে পড়েন প্রীতি। ছবির অভিনেতা পারভিন ও প্রীতি বিয়ে করেন শেষ পর্যন্ত।
বর্তমানে অভিনেত্রী একজন সফল প্রযোজক। স্বামীর সাথে পরিচালিত প্রোডাকশন হাউজ এ ইতিমধ্যে মুক্তি পেয়েছে “সাহি ধান্দে,গালাত বান্দে”এর মতো হিট ছবি। অভিনেতা পারভিন দাবাসের সাথে দুই সন্তান নিয়ে বর্তমানে সুখী গৃহীনী তিনি। তবে অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও প্রযোজনার ক্ষেত্রে বেশ হাত পাকিয়েছেন বর্তমানে। তবে বড় পর্দায় তাকে দেখায় না গেলেও সোশ্যাল মিডিয়াতে বেজায় অ্যাক্টিভ অভিনেত্রী!
এছাড়াও মাঝেমধ্যেই নানান ভিডিও এবং ফটোশুটের ছবি পোস্ট করার মাধ্যমে মাতিয়ে রাখেন তার অনুরাগীদের। এদিকে অভিনেত্রী সামাজিক মাধ্যমে অনুরাগীদের প্রিয় তারকার প্রতি একটাই অনুসন্ধিৎসা,ফের কবে আবার বড় পর্দায় ফিরবেন অভিনেত্রী? তবে এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন তাকে যেসকল রোল অফার করা হচ্ছে সেগুলি অভিনয়ের ক্ষেত্রে তিনি ইচ্ছুক নন। তবে খুব তাড়াতাড়ি ওয়েবসিরিজ প্লাটফর্মে তাকে দেখা যাবে এ ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন অনুরাগীদের!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।