বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টেলিভিশন নাটক ‘ওগো বধূ সুন্দরী’খ্যাত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী মা হচ্ছেন! এমন খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে- সন্তানের বাবা কে? তবে এবার মিলেছে আসল সত্য।
আনন্দবাজার অনলাইন এ খবরের সত্যতা যাচাই করতে গিয়ে জানতে পেরেছে যে, অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি একটি চুটকি (ধাঁধাঁ)।
বৃহস্পতিবার বিকেল থেকেই টালিপাড়ায় আলোচনা ঋতাভরী চক্রবর্তী মা হতে যাচ্ছেন। সামাজিকমাধ্যমে এ সুখবর নিজেই দিয়েছিলেন অভিনেত্রী। এ ঘোষণার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভেসেছেন ঋতা। পাশাপাশি অনুরাগীদের পক্ষে প্রশ্ন ওঠে, অভিনেত্রীর আসন্ন সন্তানের পিতা কে? ঋতাভরী কি সত্যিই মা হচ্ছেন? প্রকৃত সত্য প্রকাশ্যে এল শুক্রবার।
আসলে ক্যারিয়ারে নতুন কিছু যুক্ত হতে যাচ্ছে ঋতাভরীর। খুব শীঘ্রই তিনি ওটিটিতে পা রাখতে চলেছেন। ‘নন্দিনী’ নামের এই ওয়েব সিরিজে অভিনেত্রীর চরিত্রটি আসলে অন্তঃসত্ত্বা। তাই সবটাই ছিল সিরিজের প্রচার কৌশলের অংশ মাত্র।
নিজের চরিত্র প্রসঙ্গে ঋতাভরী বললেন, ‘চিত্রনাট্য পরেই চমকে গিয়েছিলাম। থ্রিলার না কি ভূতের গল্প, সেটাই আমাকে ভাবিয়েছিল। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সে কী করে তার মা কে ফোন করে!’
অভিনেত্রী বলেন, ‘আমি খুবই উত্তেজিত এবং ‘নন্দিনী’র মত একটা সিরিজের মাধ্যমে আমার ওটিটি যাত্রা শুরু হচ্ছে। এটি ভেবে আরও ভালো লাগছে।’
অন্তঃসত্ত্বা চরিত্রে অভিনয় করার বিষয়ে ঋতাভরী বলেন, ‘প্রতিটি পর্বের সঙ্গে এক জন মায়ের গর্ভাবস্থার বিভিন্ন দিকগুলো আমাকে ফুটিয়ে তুলতে হয়েছে।’
সিরিজে দেখা যাবে; স্নিগ্ধা (সিরিজে ঋতাভরীর চরিত্র) মা হতে চলেছেন। খুশির খবরে পরিবারে আনন্দের পরিবেশ। কিন্তু ডাক্তার জানায় তার গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখবে না। ফলে গর্ভপাত ছাড়া অন্য কোনও পথ নেই। এ দিকে গভীর রাতে এক রহস্যময় কণ্ঠস্বর স্নিগ্ধাকে জানায় তার সন্তান বেঁচে আছে।
স্মিগ্ধা জানতে পারে ফোনের ওপারের কণ্ঠস্বরটি আসলে তারই সন্তানের! আরও ঘনীভূত হয় রহস্য! ফলক মীর পরিচালিত এই সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য। সিরিজটি আগামী ১৫ অক্টোবর আড্ডা টাইমস-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।