বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা সম্প্রতি রাজনীতির ময়দানে এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল নাকি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র দ্বারা পরিচালিত, এমন অভিযোগ করেছেন কেরল কংগ্রেসের একাধিক কর্মকর্তারা। তাঁদের দাবি, বিজেপি প্রীতি জিন্তার নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে নেওয়া ১৮ কোটি টাকার ঋণ মওকুফ করেছে।
এদিকে, সমাজমাধ্যমে একজন ক্রিকেটপ্রেমী, যিনি বিরাট কোহলির অনুরাগী, প্রীতিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। তাঁর দাবি, অভিনেত্রী বিরাটের নাম করে একটু বেশিই বলছেন এবং তাঁর “ওজন বুঝে” কথা বলা উচিত।
এই বিতর্কের পর, প্রীতি কি মানসিকভাবে বিপর্যস্ত? এই প্রশ্ন উঠেছে বলিউডে। তবে, অভিনেত্রী চুপ থাকেননি। তিনি সমাজমাধ্যমে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেছিলেন, তিনি কি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন? প্রীতি নিরপেক্ষভাবে জবাব দিয়েছেন, “আমি অকারণে কাউকে অপমান করার পক্ষপাতী নই। রাহুল গান্ধী সরাসরি আমাকে কিছু বলেননি বা সমাজমাধ্যমে কিছু লেখেননি। তাঁর দল এই ধরনের বক্তব্য রেখেছে, কিন্তু তিনি দায়ী নন।” তিনি আরও যোগ করেছেন, “রাহুল গান্ধীর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। তাঁকে শান্তিতে থাকতে দিন, আমিও শান্তিতে থাকি।”
এছাড়া, প্রীতি জানিয়েছেন, সমাজমাধ্যমে তাঁর কোনও অ্যাকাউন্ট কোনো রাজনৈতিক দল পরিচালনা করে না এবং তিনি নিজেই তাঁর হ্যান্ডল পরিচালনা করেন। তিনি অভিযোগ করেছেন যে, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চলছে এবং এটি সম্পূর্ণ ভুয়ো খবর।
এদিকে, অভিনেত্রীর পেশাগত জীবনও সমালোচনার সম্মুখীন হয়েছে। একজন নেটাগরিক, যিনি বিরাট কোহলির অনুরাগী, প্রীতি জিন্তার অভিনীত ‘লাহোর ১৯৪৭’ ছবির ক্ষেত্রে তীব্র কটাক্ষ করেছেন। তার মতে, “মুখের যা অবস্থা, তাতে এ ধরনের ছবিতে সুযোগ পাওয়ার কথা নয়।” তবে, প্রীতি জিন্তা পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “যিনি আমাকে কটাক্ষ করছিলেন, তাঁর ছবি ব্যবহার ছিল বিরাট কোহলির। আমি বলার পর তিনি ছবিটি বদলেছেন।”
এদিকে, বিরাট কোহলির অনুরাগীরা প্রীতির মন্তব্যকে নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছেন, দাবি করছেন, “কেন বিরাটকে জড়ানো হচ্ছে? নিজের ওজন বুঝে কথা বলুন।”
এই বিতর্কে প্রীতি জিন্তার প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, তিনি পুরো পরিস্থিতি ঠাণ্ডা মাথায় মোকাবিলা করছেন। তবে, রাজনৈতিক আলোচনায় জড়িয়ে পড়ার পর তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ারে কী প্রভাব পড়বে, তা সময়ই বলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।