চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ‘নিখোঁজের’ প্রায় দেড় মাস পর কলেজছাত্রী শিরিনকে (১৯) উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ওই কলেজছাত্রী নিখোঁজ বা অপহৃত হননি। প্রেমের টানে তিনি গৃহশিক্ষকের হাতে ধরে পালিয়ে ছিলেন।
গৃহশিক্ষকের নাম হোসাইন আলী (৩০)। তিনি সোবহাননগর কলোনি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়ায় তার বাড়ি। হোসাইন আলী বিবাহিত, তার সন্তানও রয়েছে।
শিরিনকে উদ্ধার করা হলেও হোসাইন আলীকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন।
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী শিরিন গত ২৮ মার্চ সকালে কলেজের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। পরে তার বাবা থানায় অপহরণের একটি মামলা করেন। মামলায় শিরিনের চাচা ও চাচাতো ভাইকে আসামি করা হয়।
গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসবাদে তিনি জানিয়েছেন, প্রেমের টানে গৃহশিক্ষকের হাত ধরে ঘর ছেড়েছিলেন। বিয়েও করেছেন তারা। মা-বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন। তবে তার বাবা ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করতে নিকটাত্মীয়দের বিরুদ্ধে অপহরণের মিথ্যা মামলা করেন।
তিনি আরও জানান, তার বাবার করা অপহরণ মামলায় ভিকটিম হিসেবে শনিবার ওই তরুণীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।