বিনোদন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ করেই গুজব ছড়ায়, প্রেম করছেন ব্রিটিশ সংগীতশিল্পী ডুয়া লিপা এবং অভিনেতা ক্যালাম টার্নার। সম্প্রতি লন্ডনে ‘মাস্টার্স অব দ্য এয়ার আফটার’ পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে। সেখান থেকে আবারও গুঞ্জন শুরু হয়েছে, ডুয়া লিপা এবং ক্যালাম টার্নার বাগদান সেরেছেন!
সূত্র অনুযায়ী পপ সেনসেশন ডুয়া লিপা বড়দিনে অভিনেতা ক্যালামের প্রেমের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেছেন!
২৫ ডিসেম্বর (বড়দিন) গায়িকা ইনস্টাগ্রামে কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছুটির আমেজ আপনাদের সবাইকে অনেক ভালোবাসা পাঠালাম।’ক্রিসমাসের ছুটির আনন্দে কাটানো পপ স্টারের ছবি ও ভিডিও দারুণ পছন্দ করেছে ভক্তরা।
তবে ভক্তদের শকুনে চোখ খুঁজে নিয়েছে ডুয়ার আঙুলের চকচকে হীরার আংটিকে! ভক্তরা অনুমান করে নিয়েছে, ক্যালাম টার্নারের সাথে ডুয়া হয়তো চুপিচুপি বাগদান সেরে নিয়েছেন। তারই চিহ্ন শোভা পাচ্ছে তার আঙুলে।
এদিকে, ‘দ্য সান’ বাগদানের গুজব নিশ্চিত করেছে। সূত্র অনুসারে, এই প্রেমিক জুটি তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনকে সাথে নিয়ে নতুন বছরের আগেই বাগদানের ঝক্কি মিটিয়ে ফেলেছেন।
সূত্র মতে, ডুয়া এ বছরটি পেশাগতভাবে তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন। ভবিষ্যতেও তাকে সাপোর্ট করার জন্য ক্যালাম হতে পারেন একজন চমৎকার সঙ্গী এবং তাদের জুটিটি খুব সুন্দর মানিয়েছে। ডুয়া-ক্যালামের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজন অত্যন্ত খুশি। তাদের মতে, এবারের বড়দিন ছিল তাদের জন্য শ্রেষ্ঠ বড়দিন।
ডুয়া লিপা এবং ক্যালাম টার্নার লন্ডনে একটি গ্র্যান্ড নিউ ইয়ার ইভনিং পার্টির পরিকল্পনা করছেন বলে জানা যায়।
ছবি বা ভিডিওর অবস্থান শনাক্তে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল ফটোজ
উল্লেখ্য, ডুয়া লিপা চলতি বছরের নভেম্বরে ভারতের মুম্বাইতে আসেন একটি কনসার্টে অংশ নিতে। পারফরম্যান্সের আগে তিনি ক্যালাম টার্নারের সাথে ডিনার ডেটে যান। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মূলত তখন থেকেই এই জুটিকে নিয়ে কানাঘুষা আরও জোরদার হয়।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।