ওপার বাংলার ছোটপর্দার জনপ্রিয় চরিত্র ‘ঝিলিক’ এখন অভিনয় জগৎ থেকে বেশ দূরে। ‘মা’ ধারাবাহিকের তিথি বসু বর্তমানে ব্যস্ত ইউটিউব ভ্লগিংয়ে। কাজের প্রয়োজনে ঘুরে বেড়াচ্ছেন নানা জায়গায়।
তবে এবার আলোচনার কেন্দ্রে তার ব্যক্তিগত জীবন। অভিনেত্রী নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। প্রথমবারের মতো প্রেমিকের সঙ্গে আদুরে ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তবে ছবিতে প্রেমিকের মুখ আড়াল করে দিয়েছেন একটি স্টিকারে। জানিয়েছেন, তিনি নজর লেগে যাওয়ায় খুবই বিশ্বাসী। তাই এখনই সম্পর্কটি পুরোপুরি প্রকাশ্যে আনতে চান না।
তিথি বলেন, “আমি নজর লাগাতে খুব বিশ্বাস করি। তাই এখনই দু’জনের ছবি প্রকাশ করতে চাই না। কিন্তু ইচ্ছা তো করে, তাই হালকা ভাবে শেয়ার করলাম।”
তিনি আরও জানান, ভ্লগিং করতে গিয়েই পরিচয় শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে। একটি সংস্থার হয়ে কাজ করতে গিয়ে তাদের প্রথম দেখা। ধীরে ধীরে সেই পরিচয়ই প্রেমে রূপ নেয়।
শুভজিৎ চক্রবর্তী সম্পূর্ণ ভিন্ন পেশার মানুষ। আগে চাকরি করলেও বর্তমানে নিজস্ব ব্যবসা শুরু করেছেন। পাশাপাশি তিথির ভ্লগিংয়ে নিয়মিত সাহায্য করেন তিনি। দু’জনের রসায়ন বেশ জমে উঠেছে বলেই জানিয়েছেন অভিনেত্রী।
তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি? সে প্রসঙ্গে এখনও মুখ খোলেননি তিথি বসু। আপাতত প্রেম নিয়েই বেশ খুশি ‘ঝিলিক’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।